• বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
  • " />

     

    জরিমানা দিতে হচ্ছে এবার বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজকেও

    জরিমানা দিতে হচ্ছে এবার বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজকেও    

    খেলা শেষ হয়েছে নির্ধারিত সময়ের কিছুটা পরে। শিশিরের জন্য সমস্যায় পড়তে হয়েছে দুই দলকেই, সেটারি প্রভাব পড়েছে এই বাড়তি সময়ে। তবে তাতে পার পেয়ে যাচ্ছে না বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ, মন্থর ওভাররেটের কারণে দুই দলকে গুণতে হচ্ছে জরিমানা। কদিন আগেই প্রথম টি-টোয়েন্টির পর আম্পায়ারের সিদ্ধান্তে নিজের অসন্তোষ জানিয়ে জরিমানা গুণেছিলেন সাকিব।

    কাল প্রথম টি-টোয়েন্টিতে নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার বেশি লেগেছে বাংলাদেশের বোলিং করতে। বাংলাদেশ দলের সবার ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। আর সাকিব আল হাসানের জন্য তা আরও বেশি, অধিনায়ক বলে তাঁর জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ২০ শতাংশ। আর ১ বছরের মধ্যে অন্য কোনো টি-টোয়েন্টিতে আবার ওভাররেট মন্থর থাকলে নিষেধাজ্ঞা জুটবে সাকিবে।

    ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে জরিমানা আরও বেশি। নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার বেশি লাগার কারণে তাদের জরিমানা হয়েছে ম্যাচ ফির ২০ শতাংশ। আর অধিনায়ক কার্লোস ব্রাথওয়েটের ক্ষেত্রে তা ম্যাচ ফির ৪০ শতাংশ। এক বছরের মধ্যে এটির পুনরাবৃত্তি হলে নিষেধাজ্ঞা হবে ব্রাথওয়েটের।

    ম্যাচ শেষে দুই অধিনায়কই এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন। আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি তাই।