• লা লিগা
  • " />

     

    রামোসের 'লাল কার্ডহীন' বছর

    রামোসের 'লাল কার্ডহীন' বছর    

    লা লিগায় অভিষেকের পর বছরে একটিও লাল কার্ড দেখেননি তিনি, এমটা হয়নি কখনোই! গত ১৪ বছরে রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস লাল কার্ড দেখেছেন রেকর্ড ২৪টি! তবে ২০১৮ সালটা ছিল রামোসের জন্য একটু অন্যরকম। ২০১৮ সালে যে প্রথমবারের মতো লাল কার্ড না দেখেই বছর পার করেছেন রামোস!

    প্রথমবার লা লিগার রামোস লাল কার্ড দেখেছিলেন ২০০৫ সালে। এরপর লিগে আরও ১৮ বার মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। সব টুর্নামেন্ট মিলিয়ে রিয়ালের হয়ে ২৪ বার লাল কার্ড দেখেছেন তিনি। গত ১৪ বছরের সবকয়টিতেই একটি হলেও লাল কার্ড দেখেছেন রামোস।

    তবে ২০১৮ সালটা ছিল পুরোপুরি ভিন্নি। গত বছর সব টুর্নামেন্ট মিলিয়ে রিয়ালের হয়ে ৪২ ম্যাচে মাঠে নামলেও লাল কার্ড দেখতে হয়নি রামোসকে। লাল কার্ড না দেখলেও গত বছর পাঁচটি হলুদ কার্ড দেখেছেন তিনি। শেষবার রামোস লাল কার্ড দেখেছিলেন ২০১৭ সালের ডিসেম্বরে। সেবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন তিনি।

    মজার ব্যাপার হচ্ছে, স্পেনের হয়ে ১৬১ ম্যাচ খেললেও একটিও লাল কার্ড দেখেননি রামোস! নতুন বছরের শুরুতে রামোস নিশ্চয়ই ‘পণ’ করেছেন, গতবারের মতো এবারও লাল কার্ড থেকে দূরেই রাখবেন নিজেকে।