• লা লিগা
  • " />

     

    নেইমারের বার্সায় আসার সম্ভাবনা নেই: ভালভার্দে

    নেইমারের বার্সায় আসার সম্ভাবনা নেই: ভালভার্দে    

    গত সপ্তাহে একটা গুঞ্জন স্প্যানিশ ও ফরাসি পত্রিকাগুলোতে বেশ জোরেশোরেই শোনা যাচ্ছিল। নেইমার নাকি বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউকে পাঁচবার ফোন করে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন! খোদ নেইমার এই গুজন উড়িয়ে দেওয়ার পর বার্সা কোচ এরনেস্তো ভালভার্দেও বলছেন, নেইমারের বার্সাতে ফেরার কোনো সম্ভাবনাই নেই।

    আগের মৌসুমে রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সা থেকে পিএসজিতে গিয়েছিলেন নেইমার। সেখানে গিয়ে ফ্রেঞ্চ লিগে সাফল্য পেলেও চ্যাম্পিয়নস লিগয়া অধরাই থেকে গেছে। সাথে যোগ হয়েছে সতীর্থদের সাথে নানা মনমালিন্য। গত এক বছরে বহুবার গুঞ্জন উঠেছে, নেইমার পিএসজি ছাড়ছেন। শেষ পর্যন্ত অবশ্য সেটা হয়নি। জানুয়ারির দলবদলের মৌসুমে নতুন করে আবার উঠেছে এই গুঞ্জন। 

    ভালভার্দে জানিয়েছেন, এবারও নেইমারের বার্সাতে আসার খবরটা নেহায়েতই গুজব, ‘সে দারুণ একজন ফুটবলার, বিশ্বকাপেও সে দুর্দান্ত খেলেছে। কিন্তু সে পিএসজির হয়ে খেলে। অন্য ক্লাবের কাউকে নিয়ে কথা বলা উচিত না। আর আমার কিংবা ক্লাবের অন্যদের কাছে কোনো বিশেষ ফোন আসেনি! এগুলো শুধু পত্রিকাতেই আছে। নেইমার পিএসজি ছেড়ে বার্সেলোনাতে আসছে না, এটুক শুধু বলতে পারি।’

    এদিকে আরেকটি গুঞ্জন উঠেছে ফিলিপ কৌতিনহোর বার্সা ছাড়া নিয়ে। ভালভার্দে সরাসরি এই ব্যাপারে কিছু না বললেও আশা করছেন, কৌতিনহো কাতালান ক্লাবটির সাথেই থাকবেন, ‘ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই সে দারুণ খেলেছে। অনেক সময় ভাগ্য তাঁর সহায় হয়নি, এটাই ফুটবল। তাঁর উন্নতির আরও অনেক সুযোগ আছে। আশা করি সে ভবিষ্যতে আমাদের সাথেই থাকবে।’

    শেষ পর্যন্ত কৌতিনহো বার্সাতে থাকবেন না অন্য কোথাও যাবেন, সেটা জানা যাবে এই মাসেই।