• লা লিগা
  • " />

     

    বেনজেমার অভিযোগ মাত্রা ছাড়িয়েছে: দেশম

    বেনজেমার অভিযোগ মাত্রা ছাড়িয়েছে: দেশম    

    সবকিছু ভালমতোই চলছিল। হুট করে আসা একটি বিতর্কিত ভিডিও ক্লিপই এলোমেলো করে দিল করিম বেনজেমার ক্যারিয়ার। চার বছর আগে ওই ভিডিওর কারণে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন বেনজেমা, আজ পর্যন্ত ফিরতে পারেননি দলে। এজন্য বারবার কোচ দিদিয়ের দেশমকেই দোষারোপ করেছেন বেনজেমা। বেনজেমার অভিযোগে কখনোই সেভাবে মুখ না খোলা দেশম এবার বলেই ফেললেন, বেনজেমার অভিযোগ মাত্রা ছাড়িয়েছে।

    ২০১৬ ইউরোর আগে বাদ পড়েছিলেন বেনজেমা। খেলা হয়নি ২০১৮ সালের বিশ্বকাপেও। টিভির পর্দাতেই তাই দেখতে হয়েছে ফ্রান্সের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের উল্লাস। বেনজেমা বরাবরই অভিযোগ করেছেন, ফ্রান্সের বর্ণবাদী মানসিকতার মানুষদের চাপে পড়েই তাকে দলে নেননি দেশম।

    বেনজেমার অভিযোগ মাত্রা ছাড়িয়েছে বলেই মানছেন দেশম, ‘অনেকে নিজের পরিণতির জন্য অবান্তর সব অভিযোগ করে। কেনো বেনজেমার ওই অভিযোগ, এটা তো আমি বুঝতে পারিনি এখনো! সে যেভাবে আমার বিরুদ্ধে কথা বলেছে, এটা আমি কখনোই ভুলব না।’

    কারো চাপে পড়ে দল নির্বাচন করেন না বলেও মনে করিয়ে দিলেন দেশম, ‘বেনজেমার অভিযোগ মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। কোনো ধর্ম, বর্ণের কথা বিবেচনা না করে আমি ফ্রান্সের ফুটবলার নির্বাচন করি। এভাবেই বিশ্বের সব কোচ দল নির্বাচন করে। কোনো বিশেষ বিবেচনায় কাউকে দলে নেওয়া কিংবা বাদ দেওয়া, এটা কখনোই করব না। এটার চেয়ে খারাপ কিছু আর হতে পারে না।’

    দেশমের এমন কথায় বেনজেমা কী উত্তর দেন, সেটাই দেখার বিষয়।