• বাংলাদেশের নিউজিল্যান্ড সফর
  • " />

     

    মাশরাফির 'জোরালো' চাওয়াতেই দলে সাব্বির

    মাশরাফির 'জোরালো' চাওয়াতেই দলে সাব্বির    

    সাব্বির রহমান ওয়ানডে দলে ফিরতে পারেন, কাল রংপুর রাইডার্সের ম্যাচের পর সংবাদ সম্মেলনেই আভাস দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। সেটাই জানা গেছে আজ, সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন অধিনায়কের চাওয়াতেই দলে এসেছেন সাব্বির।

     

     

    সাব্বিরের ব্যাপারে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, তাঁর নিষেধাজ্ঞা তো সামনের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা। সেই হিসেবে নিউজিল্যান্ড দলে তাঁর জায়গা হওয়ার কথা নয়। তবে প্রধান নির্বাচক বললেন, সেই নিষেধাজ্ঞা এই ৩১ জানুয়ারিতেই শেষ হবে। সেই হিসেবেই সাব্বিরকে দলে নেওয়া হয়েছে।

    কিন্তু সাব্বিরের ফর্মও তো এমন আহামরি কিছু নয়। এই বিপিএলে এখন পর্যন্ত যে সাত মাচ খেলেছেন, তাতে সর্বশেষ ম্যাচেই শুধু ৫১ বলে ৮৫ রানের একটা ইনিংস খেলেছেন। তার আগে ঘরোয়া জাতীয় লিগ বা বিসিএলেও এমন কোনো ফর্মে ছিলেন না। কোন হিসেবে তাঁকে জাতীয় দলে নেওয়া হলো? মিনহাজুল বললেন, অধিনায়কের চাওয়াতেই তারা দলে নিয়েছেন সাব্বিরকে, ‘সাব্বিরের পারফরম্যান্স, আমি পরিষ্কার করে দেই। এটা সম্পূর্ণ আমাদের অধিনায়কের পছন্দের। ও খুব জোরালো ভাবে আমাদেরকে দাবি জানিয়েছে। এবং আমরা দুজনই এই পক্ষে অ্যাগ্রি করেছি। ওরা এমন একজনকে চাচ্ছে যারা লোয়ার মিডেল অর্ডারে ফাস্ট বোলারকে সামলাতে পারবে। বিশ্বকাপের প্ল্যান করে, নিউজিল্যান্ডের প্ল্যান করেই ওকে নেয়া হয়েচ্ছে। দেখা যাক, অধিনায়ক যথেষ্ট আত্মবিশ্বাসী তাঁর ব্যাপারে। আমিও আশাবাদী সে ফিরে আসবে। ’

    তার মানে কি এখানে নির্বাচকদের চাওয়া ছিল না? মিনহাজুল ব্যাখ্যা করলেন, ‘কিছু কিছু ব্যাপার আছে, যারা আগে পারফর্ম করেছে, ডোমেস্টিকে খেলে যাচ্ছে। বিপিএল একটা আন্তর্জাতিক মানের টুর্নামেন্টের মতই, এখানে অনেক বিদেশি ক্রিকেটার খেলছে। এখানে ওর পারফরম্যান্স একটু গননা করা যায়। এমন না যে একদম ফেলে দেয়া যায়। এই জায়গা থেকে ক্যাপ্টেন টিম ম্যানেজমেন্টের প্ল্যান থাকে, তখন নির্বাচকদের সেই প্ল্যানের সাথে অবশ্যই যেতে হয়। সেই হিসেবে ক্যাপ্টেন কোচ যখন জানিয়েছে তখন আমাদের সেই অনুযায়ী যেতে হয়েছে। ’

    কিন্তু ফেসবুকে ভক্তকে কটুক্তি করার জন্য সাব্বিরের তো সামনের মাসেও নিষিদ্ধ থাকার কথা। গত সেপ্টেম্বর থেকে হিসেব করলে ফেব্রুয়ারি পর্যন্ত ছয় মাস সেই নিষেধাজ্ঞা। সেটি আগেভাগে উঠে গেল কীভাবে? মিনহাজুল বলটা ঠেলে দিয়েছেন বিসিবির শৃঙ্খলা কমিটির কোর্টে। সেখান থেকে জানানো হয়েছে, সাব্বির নিউজিল্যান্ড দলে খেলার জন্য ‘উপযুক্ত’। কারণ তাঁর শাস্তি এক মাস কমিয়ে আনা হয়েছে। সেই হিসেবে তাঁকে দলে নেওয়া হয়েছে।

    সাব্বির সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন গত বছরের ওয়েস্ট ইন্ডিজ সফরে। সর্বশেষ ১৫ ওয়ানডেতে অবশ্য তাঁর কোনো ফিফটি নেই, সর্বশেষ ফিফটি এসেছিল ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডে।