• ফ্রেঞ্চ লিগ ওয়ান
  • " />

     

    পুরনো চোট নিয়ে নতুন করে মাঠ ছাড়লেন নেইমার

    পুরনো চোট নিয়ে নতুন করে মাঠ ছাড়লেন নেইমার    

    গত বছরের ফেব্রুয়ারিতে এই ডান পায়ের পায়ের গোড়ালিতেই আঘাত পেয়েছিলেন তিনি। ওই ইনজুরির কারণেই মৌসুমের বাকি সময়ে খেলতে পারেননি নেইমার। নেইমারের রাশিয়া বিশ্বকাপেও খেলা নিয়ে ছিল সংশয়, শেষ পর্যন্ত ইনজুরি কাটিয়ে বিশ্বকাপে খেলেছিলেন তিনি। এক বছর পর আবার সেই একই গোড়ালিতে আঘাত পেলেন নেইমার। স্ট্রাসবুর্গের বিপক্ষে কোপা ডি ফ্রান্সের ম্যাচের ৬০ মিনিটের মাথায় মচকে যাওয়া গোড়ালি নিয়ে চোখের জলে মাঠ ছেড়েছেন তিনি।

     

     

     

     

     

     

     

    স্ট্রাসবুর্গ মিডফিল্ডার মোয়াতাজ জেমজেমির তিনবার নেইমারের পা থেকে বল নিয়ে ব্যর্থ হন। চতুর্থবার তাঁর পায়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন নেইমার, মচকে যায় গোড়ালি। কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসা নিয়ে মাঠে ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁকে বদলি করতে বাধ্য হন পিএসজি কোচ। কাঁদতে কাঁদতেই এরপর মাঠ ছেড়েছেন নেইমার। মাঠ ছাড়ার পর তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে।

     

    নেইমারের ইনজুরিতে বেশ দুশ্চিন্তায় পড়েছেন পিএসজি কোচ টমাস টুখেল, ‘ম্যাচের পর নেইমারের সাথে কথা বলিনি, কারণ সে হাসপাতালে আছে। আমি তাঁকে নিয়ে চিন্তায় আছি। ২০১৮ সালে যেখানে ব্যথা পেয়েছিল সে, এবারও একই জায়গায় লেগেছে।’

    এদিকে স্ট্রাসবুর্গ মিডফিল্ডার অ্যান্থনি গনকাভস বলেছেন, নেইমার নিজের দোষেই এমন ফাউলের শিকার হন,  'তিনি দারুণ একজন ফুটবলার, তাঁকে আমি সম্মানও করি। কিন্তু তিনি যেভাবে খেলেন তারপর এসব ফাউল নিয়ে অভিযোগ করা মানায় না।’

    টুখেল অবশ্য গনকাভসের এমন মন্তব্যে ভীষণ চটেছেন, ‘তাকে পরপর তিনবার ফাউল করা হয়েছে, রেফারি একবারও খেলা থামাননি। এরপর চতুর্থ ফাউলের কারণে পড়ে গিয়ে গোড়ালি মচকে গেছে তাঁর। আশা করি ডাক্তাররা আমাদের ভালো কিছু শোনাবেন।’

    ধারণা করা হচ্ছে, কমপক্ষে তিন সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হতে পারে নেইমারকে। রেনে, লিঁও ও বোর্দোর বিপক্ষে লিগ ম্যাচের পাশাপাশি নেইমার মিস করতে পারেন চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগও।