মাঠের বাইরের বিতর্কের চাপে হারছে শ্রীলংকা: হাথুরুসিংহে
শ্রীলংকা শেষবার কবে জিতেছিল? মনে করতে একটু সময় লাগতে পারে! লাগাটাই হয়ত স্বাভাবিক, তাদের শেষ জয় যে এসেছিল গত বছরের অক্টোবরে! ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ওয়ানডে জেতার পর থেকেই জয়খরা চলছে লংকানদের। কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলছেন, মাঠের বাইরের নানা বিতর্কের কারণেই দলের এমন বাজে পারফরম্যান্স।
শ্রীলংকার ঘরোয়া ক্রিকেটে ফিক্সিং বিতর্ক নিয়ে বেশ সমালোচনা হয়েছিল গত বছর। গত নভেম্বরে বদলে গেছে পুরো নির্বাচক কমিটি, একই সাথে বদলেছে অধিনায়কও। সবকিছু মিলিয়ে খুব বেশি অনিশ্চয়তায় ভুগছেন ক্রিকেটাররা, মানছেন হাথুরু, ‘মাঠের বাইরের ব্যাপারগুলো খেলায় প্রভাব ফেলার কথা না। কিন্তু আমরা তো মানুষ! ফিক্সিং, নির্বাচক-অধিনায়ক বদল ইত্যাদি ব্যাপারগুলো সবাইকে অনিশ্চয়তার মাঝে ফেলেছে। এই চাপের কারণেই মাঠে ভালো পারফর্ম করা কঠিন হচ্ছে। আমি কিন্তু সবসময়ই তাদের পাশে আছি, তাদের আত্মবিশ্বাস জুগিয়ে যাচ্ছি!’
ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা সিরিজ হেরেছে শ্রীলংকা। অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই নির্বাচক কমিটি থেকে হাথুরুকে বাদ দিয়েছিল লংকান বোর্ড। সিরিজ চলার সময়ে এভাবে বাদ পড়ে কিছুটা হতাশ হাথুরু, ‘বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা তো আমার আয়ত্তের বাইরে। তাঁরা নির্বাচক কমিটিতে আমাকে রেখেছিল, তাঁরাই আবার সরিয়ে দিয়েছে। হয়ত কোনো কারণ আছে এটার পেছনে। কিন্তু যেভাবে এটা করা হয়েছে, সেটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ। সিরিজের মাঝপথে এটা হওয়াটা দুঃখজনক। তাও আবার আমার সাথে কোনো কথা না বলেই।’
আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে শ্রীলংকা। এই সিরিজে বাদ দেওয়া হয়েছে অধিনায়ক দিনেশ চান্ডিমালকে। চান্ডিমালের বাদ পড়াটা কিছুতেই মানতে পারছেন না হাথুরু, ‘আমি তো তাঁর বাদ পড়ার খবর জানতামই না! প্লেনে ওঠার পর শুনেছি সে দলে নেই। দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে খেলতে অনেক অভিজ্ঞতার দরকার। বিশেষ করে তাদের মাঠে গিয়ে খেললে। যদি এখানে খেলার অভিজ্ঞতা না থাকে, খুব ভালো কিছু আশা করা যায় না। তবুও আমি দলের তরুণদের ওপর ভরসা রাখছি।’
শ্রীলংকা কি পারবে আফ্রিকার মাটিতে চমক দেখিয়ে জয়ের ধারায় ফিরতে?