• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    গুপ্তচর বিতর্কে লিডসের জরিমানা

    গুপ্তচর বিতর্কে লিডসের জরিমানা    

    চিরপ্রতিদ্বন্দ্বী ডার্বি কাউন্টির বিপক্ষে ম্যাচের আগে তাদের অনুশীলন গ্রাউন্ডে গুপ্তচর পাঠিয়ে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। ওই গুপ্তচর ধরা পড়ার পর লিডস ইউনাইটেড কোচ মার্সেলো বিয়েলসা নিজেই স্বীকার করেছিলেন গুপ্তচর পাঠানোর কথা। শেষ পর্যন্ত এই ঘটনায় জরিমানা গুণতে হচ্ছে লিডসকে। লিডসকে ২ কোটি টাকা জরিমানা ও সতর্ক করেছে ইংলিশ ফুটবল লিগ কর্তৃপক্ষ।

    লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ১১ জানুয়ারি ডার্বি কাউন্টির অনুশীলন গ্রাউন্ড থেকে আটক করা হয় এক গুপ্তচরকে। পরে লিডসের বিপক্ষে সেই ম্যাচে ২-০ গোলে হেরে যায় ডার্বি। ম্যাচের পর লিডস কোচ বিয়েলসা স্বীকার করেছিলেন, তিনিই ডার্বির অনুশীলনে গুপ্তচর পাঠিয়েছিলেন। শুধু তাই নয়, লিগের অন্য ম্যাচেও প্রতিপক্ষের অনুশীলনে গুপ্তচর পাঠানোর কথা জানিয়েছিলেন বিয়েলসা। এরপর এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের দেকে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে বলেছিলেন, গুপ্তচর না পাঠালেও প্রতিপক্ষের সব তথ্যই তাদের কাছে ছিল!

    ডার্বি কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড শুরু থেকেই এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আসছিলেন। ইংলিশ ফুটবল লিগ কর্তৃপক্ষ লিডসকে সতর্ক করেছে, এরকম ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, ‘লিডসকে ২ লাখ পাউন্ড জরিমানা করা হয়েছে। এই ঘটনায় তিরস্কার জানাচ্ছে ইএফএল, লিডসকে সতর্কও করা হচ্ছে। ইংলিশ লিগে এরকম ঘটনা একদমই কাম্য নয়। এটা যেন ভবিষ্যতে আর না হয় সেই ব্যাপারে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে লিডসকে। একই সাথে লিডসকে আমাদের নতুন নিয়মও মানতে হবে। প্রতিপক্ষের অনুশীলনে যদি তাদের আমন্ত্রণ জানানো না হয়, তাহলে সেটা তাঁরা কিছুতেই দেখতে পারবে না।’

     

     

    এদিকে গুপ্তচর পাঠানোর ঘটনায় ডার্বির কাছে ক্ষমা চেয়েছে লিডস, ‘আমরা কোনো নিয়ম ভঙ্গ করিনি। হয়ত এটা ইংলিশ ফুটবলের নীতির সাথে যায় না। তাই ডার্বির কাছে ক্ষমা চাইছি।'