• বাংলাদেশের নিউজিল্যান্ড সফর
  • " />

     

    বাংলাদেশ সফর বাতিল করল নিউজিল্যান্ড যুব দল

    বাংলাদেশ সফর বাতিল করল নিউজিল্যান্ড যুব দল    

    ক্রাইস্টচার্চের সেই সন্ত্রাসী হামলার পর সিরিজের তৃতীয় টেস্ট না খেলেই দেশে ফিরেছিল বাংলাদেশ দল। সেই হামলার প্রভাব পড়েছে দুই দেশের যুব দলের সিরিজেও। এই মাসে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত বাতিল হচ্ছে এই সফর। নিউজিল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রাইস্টচার্চের সেই ঘটনার ভয়াবহতার ট্রমা থেকে বের হতে না পারায় বাংলাদেশে আসছে না তাদের অনূর্ধ্ব-১৯ দল।

    মসজিদে একটু দেরি করে যাওয়ায় সেই হামলা থেকে বেঁচে গিয়েছিলেন তামিম-মাহমুদউল্লাহরা। হামলার একদিন পরেই দেশে ফেরত আসে বাংলাদেশ দল, বাতিল করা হয় সিরিজের তৃতীয় টেস্ট। ক্রাইস্টচার্চের ওই হামলায় শোকে হতবাক হয়ে গিয়েছিল পুরো নিউজিল্যান্ড।

    এই মাসে বাংলাদেশ সফরে আসার কথা ছিল নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের। তবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলছেন, ওই ঘটনার পর এখনই এমন কোন সিরিজ খেলতে চান না তারা। দুই দেশের সম্মতিতেই সিরিজটি বাতিল করা হয়েছে বলেই জানান তিনি, ‘বিসিবির সাথে আমরা আলোচনা করেছি। দুই পক্ষের সম্মতিতেই যুব দলের সিরিজটা বাতিল করা হচ্ছে। এই অবস্থায় আসলে সিরিজ খেলতে যাওয়াটা ঠিক হবে না বলেই আমাদের বিশ্বাস।’

     

     

    নিউজিল্যান্ড ক্রিকেটার ও বোর্ডের মনের অবস্থা বুঝতে পারায় বিসিবিকে বিশেষ ধন্যবাদও দিয়েছেন বার্কলে, ‘বিসিবি আমাদের আবেদনে সাথে সাথে সাড়া দিয়েছে, তাদের অনেক ধন্যবাদ। দুই দেশের বোর্ডই একে অন্যকে সাহায্য করতে প্রস্তুত। আমরা চাই ক্রিকেটের মাধ্যমে দুই দেশের সম্পর্কটা আরও দৃঢ় হোক।’

    নিউজিল্যান্ড দল বাংলাদেশে না আসলেও সেপ্টেম্বরে ঠিকই নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ ‘এ’ দল।