• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    সব সমালোচনা শুধু আমাকেই শুনতে হয়: সালাহ

    সব সমালোচনা শুধু আমাকেই শুনতে হয়: সালাহ    

    শেষ এগারো ম্যাচে মাত্র একবার বল জালে জড়িয়েছেন তিনি। মোহামেদ সালাহর নামের পাশে হয়ত পরিসংখ্যানটা একেবারেই মানায় না। এজন্যই হয়ত অনেক সমালোচনাও শুনতে হয়েছে লিভারপুল ফরোয়ার্ডকে। সালাহ অবশ্য এসব সমালোচনায় বেশ চটেছেন। টটেনহামের বিপক্ষে জয়ের পর সালাহর প্রশ্ন, কোন হিসেবে তার মৌসুমটা খারাপ কাটছে, সেটা জানতে চান তিনি।

    গত মৌসুমে সালাহ করেছিলেন রেকর্ড ৫২ গোল। লিভারপুলও উঠেছিল চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। এবার সেই ফর্মে কিছুটা ভাটা পড়েছে। শেষবার লিগে লিভারপুলের হয়ে গোল পেয়েছিলেন ৯ ফেব্রুয়ারি। এখন পর্যন্ত সব টুর্নামেন্ট মিলিয়ে সালাহর গোল ২০, অ্যাসিস্ট আটটি। লিভারপুলের আরেক ফরোয়ার্ড সাদিও মানেও এখন পর্যন্ত ২০ গোল করেছেন। কাল অন্তিম মুহূর্তে সালাহর হেডের কারণেই জয়সূচক গোল পেয়েছে লিভারপুল।

    ২০ গোল করেও কেন সমালোচনা শুনতে হচ্ছে, সেটাই ভেবে পাচ্ছেন না সালাহ, ‘হয়ত আমি কিছু ম্যাচে গোল পাইনি। কিন্তু এরকম তো আরও অনেক ফুটবলার আছে যারা আমার সমানই গোল করেছে। সবাই বলছে যে, তাদের নাকি ক্যারিয়ারের সেরা মৌসুম যাচ্ছে! অথচ আমার ক্ষেত্রে উল্টোটাই বলছে তারা। সব সমালোচনা আমাকেই শুনতে হচ্ছে, আমারই নাকি খারাপ সময় যাচ্ছে।’

    সমালোচনা নিয়ে চটলেও ব্যক্তিগত সাফল্য নিয়ে ভাবছেন না সালাহ, ‘গোল পেলাম কী পেলাম না, সেটা নিয়ে ভাবি না। ম্যাচ জেতাই আসল লক্ষ্য। আমরা সবাই প্রিমিয়ার লিগ শিরোপা চাই, এটার জন্য ম্যাচ জেতা জরুরী। খুব ভালো যে খেলতে হবে তাও না, শেষ পর্যন্ত তিন পয়েন্ট পাওয়াটাই গুরুত্বপূর্ণ ব্যাপার।’

     

     

    ৩২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।