• আইপিএল ২০১৯
  • " />

     

    পাদপ্রদীপের আলোয় আসার জন্য খেলি না: জোসেফ

    পাদপ্রদীপের আলোয় আসার জন্য খেলি না: জোসেফ    

    অভিষেকেই এমন কিছু হয়ে যাবে, সেটা হয়ত ভাবেননি তিনি। মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আইপিএলে নিজের প্রথম ম্যাচেই আলজারি জোসেফ করেছেন রেকর্ড। সানরাইজারস হায়দরাবাদের বিপক্ষে ১২ রানে ছয় উইকেট নিয়ে আইপিএলের সেরা বোলিং ফিগার এখন জোসেফেরই। তার দুর্দান্ত বোলিংয়েই মাত্র ১৩৭ রানের পুঁজি নিয়েও জিতেছে মুম্বাই। ম্যাচ শেষে জোসেফ বলছেন, পাদপ্রদীপের আলোতে আসা নয়, তার লক্ষ্য শুধুই দলকে জেতানো।

    কাল নিজের প্রথম বলেই উইকেট পেয়েছিলেন জোসেফ। আইপিএলে নিজের প্রথম বলেই উইকেট পাওয়া সপ্তম ক্রিকেটার তিনি। এরপর ফিরিয়েছেন হায়দরাবাদের আরও পাঁচ ব্যাটসম্যানকে। তার বোলিং তোপেই মাত্র ৯৬ রানে গুটিয়ে গেছে হায়দরাবাদ।

    জোসেফ মানছেন, এর চেয়ে ভালো শুরু আর হতে পারত না, ‘এটা রীতিমত স্বপ্নের মতো, এর চেয়ে ভালো অভিষেক আর হতে পারে না। যেভাবে বল করতে চেয়েছি, সেভাবেই হয়েছে। প্রথম উইকেট পাওয়ার পর সেভাবে উদযাপন করিনি। তখন ম্যাচ জয়ের দিকেই সব মনোযোগ ছিল। দলের সবাই দারুণ খেলেছে। এই জয়টা খুব দরকার ছিল।’

     

     

    অভিষেকেই পাদপ্রদীপের আলোয় চলে এসেছেন জোসেফ। তিনি অবশ্য ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলের জয়ের দিকেই বেশি মনযোগী হতে চান, ‘দলের জয়ে ভূমিকা রাখাই আমার প্রধান লক্ষ্য। জয়ের জন্য মাঠে নামি, পাদপ্রদীপের আলোয় আসার জন্য না। আরও ভালো পারফর্ম তো করতেই চাই। সাথে চাই দলও টুর্নামেন্ট জিতুক।’

    জোসেফ এমন বোলিং করলে তো মুম্বাইকে আটকানো কঠিনই হবে!