• লা লিগা
  • " />

     

    হ্যাজার্ড, পগবাকে মাদ্রিদে স্বাগত জানাচ্ছেন কাসেমিরো

    হ্যাজার্ড, পগবাকে মাদ্রিদে স্বাগত জানাচ্ছেন কাসেমিরো    

    রিয়াল মাদ্রিদের প্রতি মুগ্ধতা কখনোই লুকোনোর চেষ্টা করেননি তারা। ছেলেবেলায় এডেন হ্যাজার্ড এবং পল পগবা দুজনেরই প্রিয় ফুটবলার ছিলেন জিনেদিন জিদান। সেই জিদান রিয়াল মাদ্রিদের হটসিটে ফেরার পর থেকেই পগবা-হ্যাজার্ড দুজনেরই রিয়ালে যোগ দেওয়ার গুঞ্জন ডালপালা ছড়াচ্ছে বেশ। গুঞ্জনের সেই আগুনেই যেন ঘি ঢেলে দিলেন রিয়ালের মিডফিল্ডার কাসেমিরো। পগবা হ্যাজার্ড রিয়ালে আসলে তাদের সাদরে বরণ করে নেবে রিয়াল, জানিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

    জিদান নিজেও অবশ্য পগবা-হ্যাজার্ডে মজেছিলেন অনেক আগে থেকেই। বিভিন্ন সাক্ষাৎকারে প্রায়ই তাদের প্রশংসা করতে দেখা গেছে ফ্রেঞ্চ কিংবদন্তীকে। এবার জিদানের সাথে গলা মিলিয়েছিলেন কাসেমিরোও। স্প্যানিশ সংবাদপত্র ক্যানাল প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে তাদের প্রতি প্রশংসাই ঝরেছে কাসেমিরোর কণ্ঠে, 'রিয়াল বিশ্বসেরা ক্লাব। আমরা সবসময়ই চাই সেরা ফুটবলাররা যেন রিয়ালে আসে। পগবা, হ্যাজার্ড বিশ্বমানের, এ নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই। অবশ্যই তাদেরকে রিয়ালে স্বাগত জানাবো আমরা।'

     

     

    পগবা-হ্যাজার্ড আসলে হয়ত মূল একাদশে জায়গা সঙ্কটে পড়তে পারে অনেকের, এমনকি কাসেমিরোর নিজেরও। কিন্তু সে বিষয়ে একেবারেই মাথা ঘামাচ্ছেন না তিনি, 'আমরা সবসময় রিয়ালের কথা আগে চিন্তা করি। দলে বিশ্বমানের একাধিক ফুটবলার থাকলে লাভ আমাদেরই। 'স্কোয়াড ডেপথ' বেশি হলে আমাদের জন্যই ভাল। রিয়ালে কেউই নিজের কথা আগে ভাবে না।'

     

     

    সাক্ষাৎকারে দলের অন্যতম দুই সদস্য গ্যারেথ বেল এবং মার্সেলোকে নিয়েও প্রশ্ন করা হয়েছিল কাসেমিরোকে। স্বদেশি মার্সেলোর সমালোচনা শুনে বেশ ব্যথিতই মনে হয়েছে তাকে, 'মাত্র এক মৌসুম খারাপ যাওয়ায় লোকে তাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করছে। অথচ রিয়ালের হয়ে সে নিজের সর্বোচ্চই দিয়েছে সবসময়। আর গ্যারেথও অসাধারণ ফুটবলার। আমাদের হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ জয়ের অন্যতম কারণ সে। আমাদের দল হিসেবে জিতি, দল হিসেবেই হারি। কোনও ফুটবলারকে একা দোষারোপ করা উচিৎ নয়। এই মৌসুমে বলতে গেলে আমাদের কেউই ভাল খেলেনি।'