• লা লিগা
  • " />

     

    মেসিকে যেন ট্রাক ধাক্কা মেরেছিল: ভালভার্দে

    মেসিকে যেন ট্রাক ধাক্কা মেরেছিল: ভালভার্দে    

    ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের ৩০ মিনিটে বল দখলের লড়াইয়ে লাফিয়ে উঠেছিলেন দুইজনই। লিওনেল মেসির চেয়ে একটু আগেই লাফ দিলেন ইউনাইটেড ডিফেন্ডার ক্রিস স্মলিং, আর এতেই তাঁর ডান হাতের আঘাতে নাক মুখ ফেটে একাকার মেসির। বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভার্দে বলছেন, তাঁর মনে হয়েছিল মেসিকে যেন কোন ট্রাক ধাক্কা দিয়েছে!

    স্মলিংয়ের হাতের আঘাতে নাক থেকে রক্ত ঝরেছে মেসির। কেটে গেছে মেসির নাক, মুখের অনেক জায়গাতেই। ওই অবস্থা নিয়েই পুরো ম্যাচ খেলেছেন তিনি। মেসির এমন অবস্থায় বেশ চিন্তিত ছিলেন ভালভার্দে, ‘খুব বাজেভাবে আঘাত পেয়েছিল সে। রক্ত দেখে আমার তো মনে হচ্ছিল মেসিকে কোন ট্রাক ধাক্কা দিয়ে চলে গেছে! এমন আঘাতের পরেও সে যথেষ্ট শক্ত ছিল।’

     

     

    চ্যাম্পিয়নস লগিয়ের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগকে সামনে রেখে আজ হুয়েস্কার বিপক্ষে বিশ্রামে থাকবেন মেসি, ভালভার্দে আভাস দিয়েছেন এমনটাই, ‘ডাক্তাররা বলেছেন মেসি সুস্থই আছে। আমিও তাঁর সাথে কথা বলেছি, সে বিশ্রামেও থাকতে পারে কয়েকদিন। সবার মনোযোগ এখন দ্বিতীয় লেগের দিকে। তাও হুয়েস্কার বিপক্ষে ম্যাচটা গুরুত্বপূর্ণ। এখানেও আমরা জয়ই চাইবো।’

    এদিকে বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মলিং বলছেন, ইচ্ছা করে মেসিকে আঘাত করেননি তিনি, ‘ম্যাচের পর আমাদের কথা হয়েছে। আমরা হাত মিলিয়েছি, তাঁর শরীর কেমন লাগছে সেটাও জিজ্ঞাসা করেছি। সে বুঝেছে আমি ইচ্ছা করে এটা করিনি।’