• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    বিশ্বকাপে ১৬ জনের স্কোয়াড চান শাস্ত্রী

    বিশ্বকাপে ১৬ জনের স্কোয়াড চান শাস্ত্রী    

    বিশ্বকাপের আগে সব দলকে দিতে হচ্ছে ১৫ জনের চূড়ান্ত স্কোয়াড। এতে বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙে যাচ্ছে অনেকেরই। ভারতের কোচ রবি শাস্ত্রীর তাই আইসিসির এই নিয়মটা পছন্দ হচ্ছে না। তার মতে, বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে কমপক্ষে ১৬ জনের থাকা উচিত।

     

     

    ভারতের ১৫ জনের স্কোয়াডে জায়গা হয়নি রিশাভ পান্ট, আমবাতি রাইডুর। অথচ দুজনেই স্কোয়াডে জায়গা পাওয়ার জোর দাবিদার ছিলেন। শাস্ত্রী বলছেন, আরও একজনকে নেওয়ার সুযোগ থাকলে ভালো হতো, ‘আমি তো নির্বাচক কমিটিতে নেই। যখন মাত্র ১৫ জনকে বেছে নিতে হয়, তখন সেটা খুবই কষ্টকর কাজ। অনেকেই বাদ পড়ে যায়। আমার মতে কমপক্ষে ১৬ জনের স্কোয়াড হওয়া উচিত বিশ্বকাপের মতো টুর্নামেন্টে। আমরা আইসিসিকে এটা আগেও বলেছি। কিন্তু তাঁরা ১৫ জনের স্কোয়াডই রাখতে বলেছে।’

    বিশ্বকাপে যারা যেতে পারছেন না, তাদের হাল না ছাড়ার পরামর্শ শাস্ত্রীর, ‘যারা বাদ পড়েছে তার মন খারাপ করার কিছু নেই। অনেক কিছুই হতে পারে এখনও! কেউ ইনজুরিতেও পড়তে পারে, কখন আপনার ডাক চলে আসে সেটা বলা যায় না।’

    ঘরের মাঠে ইংল্যান্ডই ফেবারিট, বলছেন অনেকেই। শাস্ত্রীও তাদের সাথে একমত, ‘গত দুই বছরে ইংল্যান্ডই সবচেয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করেছে। তাদের দলটাও খুব শক্তিশালী। ব্যাটিং ও বোলিং লাইনআপটাও অনেক লম্বা। আর সবচেয়ে বড় ব্যাপার তাঁরা নিজেদের মাটিতে খেলছে। তাই তাঁরা ফেবারিট হিসেবেই খেলবে। তবে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে নিজেদের দিনে যেকোনো দলই জিততে পারে। প্রতিটা ম্যাচেই তাই আপনাকে সেরাটা দিতে হবে।’