• বঙ্গমাতা গোল্ড কাপ
  • " />

     

    ফণীর শংকায় পরিত্যক্ত ফাইনাল, যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ-লাওস

    ফণীর শংকায় পরিত্যক্ত ফাইনাল, যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ-লাওস    

    বিকেল ছয়টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। তবে সকাল থেকেই ঘূর্ণিঝড় ফণীর চোখরাঙানি। সেটি উপেক্ষা করে মাঠে বেশ কিছু দর্শকও চলে এলেন ছাতি মাথায়। দুই দলের একাদশ ঘোষণা করা হলো, ফাইনাল শুরুর সবরকম প্রস্তুতিও ছিল। কিন্তু নির্ধারিত সময়ের ঠিক আগে বাফুফে জানাল, ঘূর্ণিঝড়ের মধ্যে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ম্যাচ। সেটি নিশ্চিত করেছেন বাফুফের সহ সভাপতি সালাম মুর্শেদী। বঙ্গমাতা গোল্ড কাপে বাংলাদেশ-লাওস তাই যুগ্ম চ্যাম্পিয়ন।

     

     

    অথচ জমজমাট একটা ফাইনালই হওয়ার কথা ছিল। দুই দলই বেশ দাপটের সঙ্গে উঠেছে ফাইনালে। বাংলাদেশ গ্রুপ পর্বের দুই ম্যাচে হারিয়েছে আরব আমিরাত ও কিরগিজস্তানকে। তবে লাওস ছিল আরও বেশি দাপুইটে, গ্রুপ পর্বে মঙ্গোলিয়া ও তাজিকিস্তানকে মিলে দিয়েছে ১১ গোল। সেমিতে বাংলাদেশ মঙ্গোলিয়াকে হারিয়েছে ৩-০ গোলে, অন্যদিকে লাওস কিরগিজস্তানকে ৭-১ গোলে বিধ্বস্ত করে পা রেখেছে ফাইনালে। কিন্তু সেটিই শেষ পর্যন্ত হলো না। দেশের মাটিতে তাই যুগ্ম চ্যাম্পিয়ন হয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে।