• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    'ওয়ার্নার-স্মিথের অভিজ্ঞতাই অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ এনে দেবে'

    'ওয়ার্নার-স্মিথের অভিজ্ঞতাই অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ এনে দেবে'    

    বিশ্বকাপে খেলা হবে কিনা, সেটা নিয়েই ছিল ধোঁয়াশা। শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা কাটিয়ে অস্ট্রেলিয়ার স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। সাবেক বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লির বিশ্বাস, ওয়ার্নার-স্মিথের অভিজ্ঞতাই অস্ট্রেলিয়াকে আরেকটি বিশ্বকাপ এনে দেবে।

    দীর্ঘ এক বছর ক্রিকেট থেকে দূরে ছিলেন ওয়ার্নার-স্মিথ। আইপিএলে ফিরেই দুজনেই রান পেয়েছেন। বিশেষ করে ওয়ার্নারের ব্যাটে তো রীতিমত ঝড় উঠেছে। ২০১৫ বিশ্বকাপের অস্ট্রেলিয়ার জয়ের পেছনে বড় ভূমিকা ছিল তাদের দুজনেরই।

    লি বলছেন, শুধু ব্যাটিং নয়, মাঠে ওয়ার্নার-স্মিথের উপস্থিতিটাই বাড়তি আত্মবিশ্বাস জোগাবে অস্ট্রেলিয়াকে, ‘তাদের উপস্থিতি দলকে আরও শক্তিশালী করবে। শুধু ব্যাটিং না, তাঁরা স্বভাবগতভাবেই নেতৃত্ব দিতে পছন্দ করে। হয়ত দলের অধিনায়ক থাকবে না, কিন্তু সিদ্ধান্ত নিয়ে অধিনায়ককে খুব ভালো সহায়তা করতে পারবে। অস্ট্রেলিয়া যদি বিশ্বকাপ জেতে, তাহলে এটার বড় কারণ হবে এই দুজনের দলে থাকাটাই।’

    নিষেধাজ্ঞার সময় যে ক্ষোভ জমা হয়েছিল, সেটা বিশ্বকাপে ঝাড়বেন ওয়ার্নার; এমনটাই বলেছিলেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ফিঞ্চের সাথে একমত লিও, ‘যা হয়েছে, সেটা অতীত, সেটা নিয়ে আর না ভাবাই ভালো। কিছু জিনিস আজীবন আমাদের তাড়া করে বেড়ায়, এটাও সত্যি। তবে ওয়ার্নারের চোখের দিকে তাকালেই বোঝা যায় রানের জন্য কতটা ক্ষুধা জন্মেছে। স্মিথ হয়ত কিছুটা পিছিয়ে আছে ইনজুরির কারণে, বিশ্বকাপ শুরুর আগে সেও আগের ফর্মে ফিরবে।’