• ফ্রেঞ্চ লিগ ওয়ান
  • " />

     

    স্বার্থপর বলায় ড্রাক্সলারকে একহাত নিলেন নেইমার

    স্বার্থপর বলায় ড্রাক্সলারকে একহাত নিলেন নেইমার    

    ফ্রেঞ্চ কাপের হারের পর তিনি মেজাজ হারিয়ে ধাক্কা মেরেছিলেন দর্শককে। এরপর সাংবাদিকদের নেইমার বলেছিলেন, দলের তরুণ সদস্যরা তাঁর মতো অভিজ্ঞ ফুটবলারদের একদমই সম্মান করে না। এবার পিএসজির তরুণ সদস্য জুলিয়ান ড্রাক্সলারের সাথে বড়সড় একটা ঝামেলাই লেগে গেলো নেইমারের। ড্রেসিংরুমে তর্কের এক পর্যায়ে নেইমারকে স্বার্থপর বলেছেন ড্রাক্সলার। জবাবে নেইমার বলেন, তাঁর সাথে এভাবে কথা বলার তিনি কে!

    দলের জুনিয়ররা সিনিয়রদের কথা শোনে না, শোনে না কোচ টমাস টুখেলের কথাও; ফ্রেঞ্চ কাপের ফাইনালে রেনের কাছে হারের পর নেইমার বলেছিলেন এমনটাই। তাঁর এই কথাটা একদমই পছন্দ হয়নি  ড্রাক্সলারদের মতো তরুণ ফুটবলারদের।

     

     

    ঘটনাটা ঘটে মঁপেলিয়েরের কাছে লিগের ম্যাচে ৩-২ গোলে হারের পরপরই। ফরাসি সংবাদমাধ্যমগুলো বলছে, ড্রেসিংরুমে ড্রাক্সলার নেইমারকে বলেছিলেন, তিনি যেন একাই সবকিছু করার চেষ্টা না করে দলের অন্যদের কথাও ভাবেন। এক পর্যায়ে ড্রাক্সলার নেইমারকে ‘স্বার্থপর’ বলেন। এতেই ভীষণ চটেছেন নেইমার। নেইমার তখন রেগে গিয়ে বলেন, ‘তুমি আমার সাথে এভাবে কথা বলার কে? তুমি তো শুধু ব্যাক পাস দিতেই জানো!’

    নেইমার-ড্রাক্সলার তর্কটা আরেকটু হলেই রূপ নিত হাতাহাতির। শেষ পর্যন্ত পিএসজির স্পোর্টস ডিরেক্টর অ্যানটেরো হেনরিক এসে তাদের শান্ত করেন।