• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    চেলসিকে নিজের সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছেন হ্যাজার্ড

    চেলসিকে নিজের সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছেন হ্যাজার্ড    

    মৌসুম শেষেই চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন তিনি, গুঞ্জন ছিল এমনটাই। চেলসি অধিনায়ক এডেন হ্যাজার্ড অবশ্য এতদিন এই ব্যাপারে মুখে কুলুপ এটে ছিলেন। এবার নিজের ভবিষ্যৎ নিয়ে অবশেষে মুখ খুললেন তিনি। হ্যাজার্ড বলছেন, ক্লাব ছাড়ার ব্যাপারে নিজের সিদ্ধান্তটা চেলসি কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন তিনি। তাদের সবুজ সংকেত পেলেই হয়ত আগামী মৌসুমের শুরুতে যোগ দিতে পারেন রিয়ালে।

    হ্যাজার্ড জানিয়েছেন, চেলসিকে তিনি নিজের সিদ্ধান্ত কয়েক সপ্তাহ আগেই জানিয়ে দিয়েছেন, ‘আমি সিদ্ধান্তটা নিয়ে নিয়েছি। কিন্তু এটা তো শুধু আমার সিদ্ধান্ত না, ক্লাবের সিদ্ধান্তও। তাই আমি তাদের মতামতের অপেক্ষায় আছি।’

    গত ডিসেম্বরে চেলসি কোচ মাউরিসিও সারি বলেছিলেন, চেলসিতে থাকা না থাকার ব্যাপারে সিদ্ধান্তটা দ্রুতই নেওয়া উচিত হ্যাজার্ডের। তবে এর কয়েক মাস পেরিয়ে গেলেও হ্যাজার্ড নিজের ক্লাব ছাড়া নিয়ে কথা বলেননি। সিদ্ধান্তটা ক্লাবকে জানাতে কিছুটা দেরি করে ফেলেছেন, স্বীকার করলেন হ্যাজার্ড, ‘আমি নিজেও চেয়েছিলান সিদ্ধান্তটা আরও আগে জানাতে, কিন্তু সেটা হয়নি। তবে এসব ব্যাপার আমার খেলায় কোন প্রভাব ফেলেনি। মাঠে খেলতে নামলে বাকি সবকিছু আমি ভুলে ভাই। ইউরোপা লিগের ফাইনালেও এর ব্যতিক্রম হবে না।’

     

     

    এদিকে চেলসি কোচ মাউরিসিও সারি বলছেন, হ্যাজার্ডের সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত সবারই, ‘আশা করি সে থেকে যাবে। চেলসিতে সে সাত মৌসুম খেলেছে, প্রতিটা ম্যাচেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। তাঁর সিদ্ধান্ত যাই হোক না কেন, সেটাকে সম্মান দেখানো উচিত।’

    লেস্টার সিটির বিপক্ষে কালকের ম্যাচে চেলসি সমর্থকরা বিশাল ব্যানারে লিখে এনেছিলেন, হ্যাজার্ড যেন এখানে থেকে যান। শেষ পর্যন্ত হয়ত তাদের এই আশাটা পূরণ হবে না।