• এফ এ কাপ
  • " />

     

    চ্যাম্পিয়নস লিগের চেয়ে ঘরোয়া ট্রেবল জেতা কঠিন: গার্দিওলা

    চ্যাম্পিয়নস লিগের চেয়ে ঘরোয়া ট্রেবল জেতা কঠিন: গার্দিওলা    

    প্রিমিয়ার লিগ ও কারাবাও কাপ জেতা হয়েছিল আগেই। এফ এ কাপের ফাইনালে ওয়াটফোর্ডকে ৬-০ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো ঘরোয়া ‘ট্রেবল’ পূর্ণ করল ম্যানচেস্টার সিটি। শিরোপা জয়ের পর সিটি কোচ পেপ গার্দিওলা বলছেন, ঘরোয়া ট্রেবল জেতা চ্যাম্পিয়নস লিগ জেতার চেয়েও কঠিন কাজ।

    লিগ শিরোপা জেতার জন্য এবার সিটিকে অপেক্ষা করতে হয়েছে শেষ ম্যাচ পর্যন্ত। সেদিনও একটা সময় শিরোপা দৌড়ে লিভারপুলের চেয়ে পিছিয়ে পড়েছিল তাঁরা। শেষ পর্যন্ত টানা দ্বিতীয়বারের মতো ট্রফি ওঠে সিটিজেনদের ঘরেই। এর আগে ২৪ ফেব্রুয়ারি কারাবাও কাপের ফাইনালে চেলসিকে তাঁরা হারিয়েছে টাইব্রেকারে। চ্যাম্পিয়নস লিগে অবশ্য কোয়ার্টার ফাইনালেই বিদায় নিয়েছে সিটি, অ্যাওয়ে গোলে হারতে হয়েছে টটেনহামের কাছে।

    প্রথম ক্লাব হিসেবে ইংলিশ ঘরোয়া ট্রেবল জেতার পর গার্দিওলা জানালেন, তিনটি শিরোপা জেতা মোটেও সহজ কাজ না, ‘চ্যাম্পিয়নস লিগকে আমি খুবই পছন্দ করি, কিন্তু সত্যি বলতে এই ট্রেবল জেতাটা চ্যাম্পিয়নস লিগ জেতার চেয়েও অনেক কঠিন। প্রথম ইংলিশ ক্লাব হিসেবে আমরা এই কীর্তিটা করেছি। অনেকেই হয়ত পরবর্তীতে এটা ছুঁয়ে ফেলবে, তবে আমরাই সবসময় 'প্রথম' থাকব। কমিউনিটি শিল্ডও জিতেছিলাম আমরা। এক মৌসুমে চারটা শিরোপা জেতা অবিশ্বাস্য ব্যাপার।’ 

    কোচ হিসেবে এটা গার্দিওলার অন্যতম সেরা মৌসুম, বলছেন তিনি নিজেই, ‘এটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা মৌসুম। আমরাই সেরা দল ছিলাম সেটা বলব না, কিন্তু এই তালিকার ওপরের দিকে ছিলাম সেটা নিশ্চিত। ক্লাবের মালিক শেখ মনসুর ও ফুটবলাররা বড় কিছু পাওয়ার যোগ্য ছিল, তাঁরা সেটা পেয়েছে। এতগুলো শিরোপা জেতা সহজ কাজ ছিল না। একটা খারাপ ম্যাচেই সব শেষ হয়ে যেতে পারত।’