• ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
  • " />

     

    সিপিএলে সুযোগ পেলেন আফিফ

    সিপিএলে সুযোগ পেলেন আফিফ    

    এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের ছিলেন ১৮ জন। তবে সাকিব, তামিমরা কেউ খেলছেন না এবার, বরং সুযোগ পেয়েছেন তরুণ আফিফ হোসেন। সুযোগ পেয়েছেন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে। এই দলেই গতবার খেলেছেন মাহমুদউল্লাহ।

    এবার বাংলাদেশের ১৮ জন ছিলেন ড্রাফটে, সাকিব-তামিমসহ নিয়মিতদের সবাই ছিলেন। তবে ৪ সেপ্টেম্বর থেকে শুরু এই ফ্র্যাঞ্চাইজি লিগে জাতীয় দলের কেউ শেষ পর্যন্ত খেলছেন না। তার বদলে সুযোগ হলো আফিফের। ২০১৭ বিপিএলে খুলনা টাইটানসের হয়ে আলো ছড়িয়েছিলেন। গত বিপিএলে আফিফ খেলেছেন সিলেট সিক্সারসের হয়ে।

     

     

    এর আগে সিপিএলে বাংলাদেশীদের মধ্যে খেলেছেন সাকিব আল হাসান , তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ। ট্রিনবাগো নাইট রাইডার্সের স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি মেহেদী হাসান মিরাজের।

    শুরুতে ২১ আগস্ট থেকে হওয়ার কথা থাকলেও ভারত সফরের কারণে এবারের সিপিএল পিছিয়ে শুরু হচ্ছে ৪ সেপ্টেম্বর থেকে।