• লা লিগা
  • " />

     

    রেকর্ড ষষ্ঠবারের মতো গোল্ডেন শু জিতলেন মেসি

    রেকর্ড ষষ্ঠবারের মতো গোল্ডেন শু জিতলেন মেসি    

    একমাত্র কিলিয়ান এমবাপ্পে ছিলেন কাছাকাছি। শেষ ম্যাচে এমবাপ্পেকে করতে হত ৫ গোল। রেইমের বিপক্ষে একটির বেশি গোল পাননি ফ্রেঞ্চ স্ট্রাইকার। তাই নিশ্চিত হয়ে গেছে টানা তৃতীয়বারের মতো ইউরোপের গোল্ডেন শু জিতছেন লিওনেল মেসিই। ৩৪ ম্যাচে ৩৬ গোলের জন্য ৭২ পয়েন্ট নিয়ে বার ইউরোপার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতলেন তিনি।

    এই নিয়ে মেসি গোল্ডেন শু জিতলেন ষষ্ঠবারের মতো। সেটা একটা ইতিহাসই। এতবার ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পাননি কেউই। ৩১ বছর ১১ মাস ২৫ দিন বয়সে আরেকটি গোল্ডেন শু জিতে মেসি হয়ে গেছেন এই পুরস্কার জেতা দ্বিতীয় বয়স্ক ফুটবলার। মেসির চেয়ে এক মাস একদিন বেশি বয়সে গোল্ডেন শু জিতেছিলেন তিনি। 

     

     

    এই নিয়ে টানা ১১ বার ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন লা লিগার কেউ। ২০১৪ সালে অবশ্য ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুইস সুয়ারেজ যৌথভাবে জিতেছিল গোল্ডেন শু। লা লিগার বাইরে সবশেষ গোল্ডেন শু জেতা খেলোয়াড়ও রোনালদো। ২০০৭-০৮ স মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৩১ গোল করে সেবার সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন পর্তুগিজ ফুটবলার।

    ইউরোপের লিগগুলোর সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় গোল্ডেন শু এর পুরস্কার।