• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    জুভেন্টাসেই যাচ্ছেন সারি?

    জুভেন্টাসেই যাচ্ছেন সারি?    

    দু'দিন আগেই ইউরোপা লিগের ফাইনালে আর্সেনালকে ৪-১ গোলে হারিয়ে ক্যারিয়ারের প্রথম শিরোপা নিশ্চিত করেছিলেন চেলসি ম্যানেজার মরিজিও সারি। প্রিমিয়ার লিগ টেবিলের তিন-এ থেকে মৌসুম শেষ করে নিশ্চিত করেছিলেন 'ব্লুজ'দের চ্যাম্পিয়নস লিগের সরাসরি টিকেটও। অনেক চড়াই-উৎরাই এবং সমালোচনা পেরিয়ে ইংল্যান্ডে সারির প্রথম মৌসুমকে সাফল্যই ধরা যায়। কিন্তু ক্যারিয়ারের প্রথম শিরোপা জেতার পরপরই চেলসি ছাড়তে চাইছেন সারি, ফেরত যেতে চান সিরি আ-তে। তবে নাপোলি নয়, সারি কোচ হবেন জুভেন্টাসের- জানিয়েছে গার্ডিয়ান। এরই মাঝে চেলসির ডিরেক্টর মারিয়া গ্রানোভস্কিয়াকে জানিয়ে দিয়েছেন তিনি। সারির জুভেন্টাসে যোগ দেওয়ার পথের কাঁটা হয়ে দাঁড়াবে না চেলসি- জানিয়েছে স্কাই স্পোর্টস।

     

     

    চেলসিতে শেষটা ভাল হলেও মৌসুমের শুরুর দিকে রক্ষণাত্মক খেলার জন্য বেশ সমালোচনা সইতে হয়েছিল সারিকে। 'সারি বল' দর্শনে বিশ্বাসী ছিলেন না চেলসি সমর্থকদের কেউই। একটা সময় শীর্ষ ৪-এর বাইরেই চলে গিয়েছিল সারির দল। মৌসুমের মাঝপথে তাই সারিকে বরখাস্ত করার জোর গুঞ্জনও উঠেছিল। আর কারাবাও কাপের ফাইনালে কেপা আরিজাবালাগফার সাথে দ্বন্দ্ব বা ইউরোপা লিগ ফাইনালের আগে অনুশীলন ছেড়ে চলে যাওয়া- ড্রেসিং রুমের নিয়ন্ত্রণটাও পুরোপুরি ছিল না সারির হাতে। সব মিলিয়ে কিছুটা ঘরকাতুরেও হয়তো হয়ে পড়েছিলেন সারি।

     

     

    মাসিমিলিয়ানো আলেগ্রি জুভেন্টাস ছেড়ে দেওয়ায় তুরিনের বুড়িদের প্রথম পছন্দ ছিলেন পেপ গার্দিওলা। সেটা অবশ্য গুজব পর্যন্তই ছিল। ইউরোপা লিগ ফাইনালের আগে বাকুতে গিয়ে চেলসির হর্তাকর্তাদের সাথে দেখাও করেছিলেন জুভেন্টাস প্রেসিডেন্ট আন্দ্রেয়া আনেলি। তবে চেলসির সাথে আরও ২ বছরের চুক্তি থাকায় সারিকে তুরিনে নিতে হলে জুভেন্টাসকে গুণতে হবে ৫ মিলিয়ন ইউরো। তবে টুট্টোস্পোর্ট জানিয়েছে, সারির জন্য এই অর্থ খরচ করতে রাজি আছে জুভেন্টাস। তাই খুব শীঘ্রই হয়তো আসবে সারির আনুষ্ঠানিকভাবে জুভেন্টাসে যোগ দেওয়ার ঘোষণা।