• ইউরো বাছাইপর্ব
  • " />

     

    এমবাপ্পের শততম গোলে ঘুরে দাঁড়ালো ফ্রান্স

    এমবাপ্পের শততম গোলে ঘুরে দাঁড়ালো ফ্রান্স    

    আগের ম্যাচে তুরস্কের কাছে খানিকটা অপ্রত্যাশিতভাবেই হেরে গিয়েছিল তাঁরা। অ্যান্ডোরার মাঠে দারুণভাবেই ঘুরে দাঁড়াল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ইউরো বাছাইপর্বে কিলিয়ান এমবাপ্পে, বেন ইয়েদেরদের গোলে অ্যান্ডোরাকে ৪-০ গোলে হারিয়ে আবার গ্রুপ এইচের শীর্ষে উঠল দিদিয়ের দেশমের দল।

    অ্যান্ডোরার মাঠে আগের ম্যাচের স্কোয়াডে সাত পরিবর্তন এনেই একাদশ সাজিয়েছিলেন দেশম। ১৩২ তম র‍্যাংকিংয়ের দল অ্যান্ডোরাকে শুরু থেকেই চেপে ধরেছিলেন ফ্রান্স ফরোয়ার্ডরা। ৩ মিনিটেই ফ্রান্সকে এগিয়ে দিতে পারতেন আতোইন গ্রিজমান, তাঁর শট ঠেকিয়ে দেন গোমেজ মরেইরা। ১১ মিনিটে আর এমবাপ্পেকে ঠেকাতে পারেননি তিনি। দারুণ এক পাল্টা আক্রমণে গ্রিজমানের বাড়ানো বলে ডান পায়ের শটে বল জালে জড়ান এমবাপ্পে। ক্লাব ও জাতীয় দল মিলে ১৮০ ম্যাচে এটি তাঁর শততম গোল।

    ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইয়েদের। ফ্লোরিয়ান থাউভিনের পাসে বল পেয়ে ইয়েদের অনায়াসেই পরাস্ত করেন মরেইরাকে। বিরতির ঠিক আগে ফ্রান্সকে ৩-০ গোলে এগিয়ে দেন থাউভিন। এমবাপ্পের শট প্রথমে ঠেকিয়ে দিয়েছিলেন অ্যান্ডোরা কিপার। সেই বল ফিরে আসে থাউভিনের পায়ে, সেখান থেকে গোল করেছেন বাঁ পায়ের জোরালো শটে।

     

     

    বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় ফ্রান্স। ৫১ মিনিটে গ্রিজমান, ৫৫ মিনিটে থাউভিনকে হতাশ করেন মরেইরা। ৬০ মিনিটে ম্যাচের চতুর্থ গোল আসে কুর্ত জুমার পা থেকে। প্রথমে তাঁর হেড ঠেকিয়ে দিয়েছিলেন মরেইরা, পরের মুহূর্তেই জুমার শট আর আটকাতে পারেননি। অ্যান্ডোরা ম্যাচের একমাত্র সুযোগটি পেয়েছিল ৬৬ মিনিটে, জোয়ান কারভোসের শট ঠেকিয়ে দেন হুগো লরিস। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। গ্রুপের অন্য ম্যাচে আইসল্যান্ডের কাছে ২-১ গোলে হেরেছে তুরস্ক। ৪ ম্যাচে ফ্রান্স, তুরস্ক দুই দলের পয়েন্ট ৯, তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে ফ্রান্স।

    গ্রুপ সি এর ম্যাচে এস্টোনিয়াকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে জার্মানি। জোড়া গোল পেয়েছেন মার্কো রয়েস ও সার্জি গ্যাব্রি। গোল পেয়েছেন লিওন গোরেটজকা, ইলকায় গুন্ডোগান, টিমো ওয়েরনার ও লেরয় সানে। এই জয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে আছে জার্মানরা। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নর্দান আইল্যান্ড। নিজেদের ম্যাচে তাঁরা বেলারুশকে হারিয়েছে ১-০ গোলে।

    গ্রুপ জে এর ম্যাচে বসনিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলে জিতেছে ইতালি। বসনিয়াকে ৩২ মিনিটে এগিয়ে দেন এডিন জেকো। ৪৯ মিনিটে ম্যাচে সমতা ফেরান লরেঞ্জো ইনসিনে। ৮৬ মিনিটে গোল করে ইতালিকে জয় এনে দেন মার্কো ভেরাত্তি। এই জয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে ইতালি।

    গ্রুপ আইয়ের ম্যাচে রোমেলু লুকাকুর জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে বেলজিয়াম। অন্য গোলটি করেছেন এডেন হ্যাজার্ড। এই জয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে বেলজিয়াম।