• লা লিগা
  • " />

     

    ফার্ল্যান্ড মেন্ডিকেও দলে নিল রিয়াল মাদ্রিদ

    ফার্ল্যান্ড মেন্ডিকেও দলে নিল রিয়াল মাদ্রিদ    

    ৫৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক লিঁও থেকে ফার্ল্যান্ড মেন্ডিকে দলে নিল রিয়াল মাদ্রিদ। ২০২৫ সাল পর্যন্ত জিনেদিন জিদানের দলের সাথে চুক্তি করেছেন ফ্রেঞ্চ লেফটব্যাক। লিঁওকে ট্রান্সফার ফি বাবদ ৪৮ মিলিয়ন ইউরো দিবে রিয়াল, চুক্তির অন্যান্য বিষয়াদির খরচ ৫ মিলিয়ন ইউরো। এডার মিলিতাও, রড্রিগো, লুকা ইয়োভিচ, এডেন হ্যাজার্ডের পর এবারের দলবদলে রিয়ালের ৫ম সাইনিং হিসেবে দলে আসলেন মেন্ডি। আগামী বুধবার ১৯ জুন বাংলাদেশ সময় বিকেল ৫টায় রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুর ভিএআইপি বক্সে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে তাকে।

    মেন্ডির রিয়ালে যোগ দেওয়ার ব্যাপারটি অবশ্য আগেই নিশ্চিত করেছিলেন ফ্রান্স জাতীয় দলের ম্যানেজার দিদিয়ের দেশম। এই সপ্তাহে ইউরো বাছাইপর্বের এক সংবাদ সম্মেলনে মেন্ডির রিয়ালে যোগ দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ম্যানেজার। রিয়ালে যোগ দেওয়ার আগ পর্যন্ত ফ্রান্সের বিভিন্ন লিগে খেলেছিলেন মেন্ডি। ২০০৪ থেকে ২০১২ পর্যন্ত প্যারিস সেইন্ট জার্মেইয়ের যুবদলে থাকার পর ২০১৩ সালে যোগ দেন লে হাভ্রের যুবদলে; যেখান থেকে উঠে এসেছেন রিয়াদ মাহরেজ, এন'গোলো কান্তে, দিমিত্রি পায়েট এবং পল পগবার মত ফুটবলাররা। একই বছরে লে হাভ্রের 'বি' দলের হয়ে অভিষেক হয় তার। গত বছরের নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে ফ্রান্স জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল মেন্ডির।

     

     

    ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত লে হাভ্রের মূল দলে খেলে লিঁওতে যোগ দেন মেন্ডি। বছর দুয়েক পর আবারও বদলানেন ক্লাব, এবার নিলেন ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই। রিয়ালের বাঁ-প্রান্তে মূল একাদশে জায়গা করে নিতে মার্সেলোর সাথে লড়বেন তিনি। 'লস ব্লাঙ্কোস'দের অন্য দুই লেফটব্যাক সার্জিও রেগুইলন এবং থিও হার্নান্দেজ এখনও কাগজে কলমে রিয়ালের ফুটবলার হলেও খুব শীঘ্রই অন্য কোথাও পাড়ি জমাবেন দুজনই, জানিয়েছে মার্কা।

    দারুণ ব্যস্ত এক দলবদল কাটানো রিয়ালের দল গোছানো শেষ হয়নি এখনও। পল পগবাকে দলে নিতে সম্ভাব্য সবই চেষ্টা করবে জিদানের দল, জানিয়েছে স্কাই স্পোর্টস। শোনা যাচ্ছে ফ্রেঞ্চ ফরোয়ার্ড কিলিয়ান এম্বাপ্পের রিয়ালে যোগ দেওয়ার গুঞ্জনও। গত মৌসুমের ব্যর্থতা ঘুচিয়ে আবারও শিরোপা জেতার জন্যই রীতিমত আঁটঘাঁট বেধেই যেন নেমেছে রিয়াল।