• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    থিয়াগো সিলভার গান গেয়ে তার শুভেচ্ছা পেলেন ইংলিশ কিশোর

    থিয়াগো সিলভার গান গেয়ে তার শুভেচ্ছা পেলেন ইংলিশ কিশোর    

    সমারসেট থেকে বন্ধুদের সাথে ইংল্যান্ডের বিখ্যাত গ্লাস্টেনবুরি সঙ্গীত উৎসবে গিয়েছিলেন ১৫ বছর বয়সী কিশোর অ্যালেক্স ম্যান। স্টেজে পারফর্ম করছিলেন ইংলিশ গায়ক ডেভ, গান লিখেছিলেন ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভাকে নিয়ে। গ্লাস্টেনবুরিতে তখন দর্শকদের মাঝ থেকে গান গাওয়ার জন্য কাউকে খুঁজছিলেন ডেভ। সিলভার পিএসজির জার্সি পড়েই গ্লাস্টেনবুরিতে গিয়েছিলেন অ্যালেক্স, দর্শকদের মাঝ থেকে তাকে ডেকে নিলেন ডেভ। উদ্দেশ্যে ছিল কয়েক লাইন গাওয়ার, কিন্তু অ্যালেক্স স্টেজে উঠে গেয়ে ফেললেন পুরো গানটাই। গ্লাস্টেনবুরির সামান্য এক দর্শক থেকে অ্যালেক্স রাতারাতি বনে গেলেন তারকা। গ্লাস্টেনবুরিতে অ্যালেক্সের বাজিমাতের কথা পৌঁছেছে সিলভার কানে। অ্যালেক্সকে অভিনন্দন জানিয়ে তার ফোন নম্বর নিয়ে রেখেছেন সিলভা, কোপা আমেরিকার ব্যস্ততা শেষে অ্যালেক্সের সাথে যোগাযোগ করার কথা বলেছেন তিনি। 

    বিভিন্ন সেলেব্রিটিদের নিয়ে গান লেখায় জুড়ি নেই ডেভের। গ্লাস্টনবুরিতে নিজের পারফরম্যান্সের সময় দর্শকসারি থেকে কাউকে গান গাওয়ার আহবান জানান তিনি। সিলভার পিএসজি জার্সি পড়া অ্যালেক্সকে দেখে ডেভ জিজ্ঞেস করেন, সিলভার গানের লিরিক্স জানা আছে কি না। প্রত্যুত্তরে গানটির কয়েক লাইন গেয়ে শোনান অ্যালেক্স, এরপর চলে যান স্টেজে। ডেভের সাথে গানটি গেয়েছিলেন এজে ট্রেসি। অ্যালেক্সকে ট্রেসির অংশটুকুই গাওয়ার কথা বলেছিলেন ডেভ, কিন্তু স্টেজে উঠে পুরো গানটাই গেয়ে ফেললেন অ্যালেক্স। মুহূর্তেই ডেভের থেকে পাদপ্রদীপের পুরো আলোটাই যেন কেড়ে নিলেন তিনি।

     

     

    গ্লাস্টেনবুরি উৎসবের পর অ্যালেক্সের পরিবারের সাথে যোগাযোগ করেছিল দ্য গার্ডিয়ান। ইংলিশ সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে বেশ উচ্ছ্বসিতই মনে হল অ্যালক্সকে, 'সত্যি বলতে আমি চিন্তাও করিনি ডেভ আমাকে বেছে নেবে। সে সিলভার কথা বলতেই আমার বন্ধুরা আমাকে কাঁধে তুলে নেয়। এরপর আমিও ডেভের গানটা গাইতে থাকি। তখন সে আমাকে বেছে নেয়। প্রথমে বেশ ভয়েই ছিলাম, যদি স্টেজে উঠে ভুলে যাই। কিন্তু দর্শকেরা দারুণ সমর্থন দিয়েছিল আমাকে, পুরো গানটা গেতে সমস্যা হয়নি আমার। পারফরম্যান্সের পর থেকে সামাজিক যোগাযো মাধ্যমে দারুণ সমর্থন পেয়েছি। টুইটার, ফেসবুকে অনেকেই আমাকে অভিনন্দন জানিয়েছেন। ইন্সটাগ্রামে আমার ফলোয়ার সংখ্যাও বেড়েছে অনেক।'

    তবে সিলভা নিজে তার সাথে যোগাযোগ করার সামনে এসব কিছুই না; জানিয়েছেন অ্যালেক্স, 'থিয়াগো নিজে আমাকে ফোন করে বলেছে কোপা শেষে কথা বলবে আমার সাথে। আমি প্রথমে বিশ্বাসই করিনি। সে আমার প্রিয় ফুটবলার। সেজন্যই গানটা মুখস্থ করেছিলাম। কিন্তু এরকম একটা সুযোগ পাব, ভাবিনি কখনও। ভবিষ্যতে ডেভের সাথে পারফর্ম করার কথাও হয়েছে। তবে আপাতত সিলভার ফোনের অপেক্ষাতেই আছি। কোপা সেমিফাইনালের জন্য তাকে শুভকামনা জানাই।'