• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    ইংল্যান্ডের সাথে ফাইনাল হলে ঈশ্বরকে পাশে পাওয়ার আশা শাস্ত্রীর

    ইংল্যান্ডের সাথে ফাইনাল হলে ঈশ্বরকে পাশে পাওয়ার আশা শাস্ত্রীর    

    গ্রুপ পর্বের একটি ম্যাচেই শুধু হেরেছে ভারত। সেই হারটা এসেছে ইংল্যান্ডে বিপক্ষে। নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠতে পারলে আবারো ইংলিশদের সাথে দেখা হয়ে যেতে পারে বিরাট কোহলিদের। যদি ইংল্যান্ড-ভারত ফাইনাল হয়, তাহলে কি গ্রুপ পর্বের ফলাফলের পুনরাবৃত্তি ঘটবে? ভারতীয় কোচ রবি শাস্ত্রী বলছেন, ইংল্যান্ডের সাথে জিততে হলে ঈশ্বরকে ভারতের ড্রেসিংরুমেই বসতে হবে! 

    টুর্নামেন্টের শুরু থেকে ফেভারিট তকমাটা লেগেছিল ইংল্যান্ডের গায়েই। বিশ্বকাপের মাঝপথে এসে অবশ্য গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কা জেগেছিল অইন মরগানদের। ভারতের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে দারুণভাগে ঘুরে দাঁড়িয়েছিল তারা। জনি বেইরস্টোর সেঞ্চুরিতে ভারতকে ৩৩৮ রানের বড় লক্ষ্য দেয় ইংল্যান্ড। জবাবে রোহিত-কোহলির জুটিতে জয়ের আশা জেগেছিল ভারতের, তবে মাঝপথে দুইজনকে হারিয়ে সেটা আর হয়নি, ভারত করতে পেরেছে ৩০৬ রান। গ্রুপ পর্বে ভারতকে হারাতে পেরেছে শুধু ইংল্যান্ডই। 

    আইসিসির অফিশিয়াল পেজকে দেওয়া এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলছেন, ইংল্যান্ডকে হারাতে হলে ভাগ্যও সহায় হতে হবে ভারতের, ‘ আমার মনে হয় গ্রুপ পর্বের ম্যাচে ঈশ্বর ইংল্যান্ডের সাথে ছিলেন। যদি আমাদের ফাইনাল ইংল্যান্ডের সাথে হয়, আশা করি ঈশ্বর সেদিন আমাদের ড্রেসিংরুমেই বসবেন!’ 

    এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা। তবে রোহিতের ১০২ রানের ইনিংসও ভারতের হার এড়াতে পারেনি। বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান রোহিতের। সেমি ও ফাইনালে ভারতের বড় ভরসা রোহিতের ব্যাটিংই, মানছেন শাস্ত্রী, ‘রোহিত বর্তমান ওয়ানডে ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান। তার তিনটি ডাবল সেঞ্চুরি আছে ওয়ানডেতে! এটা আর কারো নেই, বিশ্বকাপে তার এমন ফর্ম অবাক করেনি আমাকে। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে সে যদি ফর্মে ফেরে, কোচ হিসেবে এর চেয়ে খুশির কি হতে পারে।’