• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    ফাইনালে অস্ট্রেলিয়াকে চান বোল্ট

    ফাইনালে অস্ট্রেলিয়াকে চান বোল্ট    

    পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে ২০১৫ সালে নিজেদের ইতিহাসের প্রথম ফাইনালে খেলতে নেমেছিল নিউজিল্যান্ড। মেলবোর্নের ফাইনালে অবশ্য তাদের উড়িয়ে দিয়েই শিরোপা জেতে অস্ট্রেলিয়া। চার বছর পর আবার বিশ্বকাপের ফাইনালে কিউইরা। ভারতকে হারানোর পর নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্ট সাংবাদিকদের বলছেন, লর্ডসের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়াকেই চান তিনি। 

    আজ এজবাস্টনে দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। বোল্ট চান, গতবারের মতো এবারো ফাইনালে ট্রান্স-তাসমান লড়াইটাই হোক, ‘অস্ট্রেলিয়া গতবার আমাদের স্বপ্নটা ভেঙে দিয়েছিল। আমরা এবার তাদেরকেই ফাইনালে চাই। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার লড়াইটা দারুণ হবে, দুই দলই ফাইনালে খেলার যোগ্যতা রাখে। আমরা ফাইনালে উঠতে পেরে দারুণ খুশি। প্রতিপক্ষ যেই হোক, আমরা তাদের বিপক্ষে মাঠে নামার জন্য মুখিয়ে আছি।’ 

    গ্রুপ পর্বে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া দুই দলের কাছেই হেরেছিল নিউজিল্যান্ড। বোল্টের বিশ্বাস, ফাইনালে তেমনটা হতে দেবেন না তারা, ‘আমরা যেভাবে খেলছি, বিশেষ করে বোলাররা যেভাবে বল করছে, এই মুহূর্তে যে কাউকেই হারাতে সক্ষম নিউজিল্যান্ড।’ 

    ২৪০ রানের পুঁজি নিয়ে নিউজিল্যান্ডকে স্বপ্নের শুরু এনে দিয়েছিলেন হেনরি-বোল্টরা। ১ রানে বোল্ট ফিরিয়েছেন বিরাট কোহলিকে। ম্যাচের শেষভাগে এসে বোল্ট নিয়েছেন জাদেজার মহামূল্যবান উইকেটও। শ্বাসরুদ্ধকর এই ম্যাচ জিতে ফাইনালে ওঠায় উচ্ছ্বসিত বোল্ট, ‘হেনরি যেভাবে বল করেছে, এক কথায় দুর্দান্ত। শুরুটা স্বপ্নের মতো হয়েছিল আমাদের। আমরা মাঠে নামার আগে ভাবছিলাম কীভাবে শুরুতেই তাদের দুই-তিন উইকেট ফেলে দেওয়া যায়। পাঁচ রানেই তিন উইকেট পড়েছিল ভারতের। পরে ধোনি-জাদেজা চাপ সামলে খেলাটা জমিয়ে দিয়েছে। যেকোনো কিছুই হতে পারত! শেষ পর্যন্ত আমরা জেতায় দারুণ লাগছে।’