• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    আর কিপিং করবেন না ধোনি?

    আর কিপিং করবেন না ধোনি?    

    নিজের শেষ বিশ্বকাপটা খেলে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনি। প্রশ্ন এখন একটাই, কবে ওয়ানডেকে বিদায় বলছেন বিশ্বকাপজয়ী এই ভারতীয় উইকেটকিপার? ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সাথে যাবেন কিনা, সেটা নিয়েও উঠেছে গুঞ্জন। টাইমস অফ ইন্ডিয়াকে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র জানিয়েছেন, খুব সম্ভবত ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছেন না ধোনি। এখনই অবসর না নিলেও সামনের দিনগুলোতে উইকেটের পেছনে তাকে আর নাও দেখা যেতে পারে, খেলার সম্ভাবনা কম প্রথম একাদশেও। 

    গত কয়েক বছর ধরে ধোনির ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে অনেক। অনেকের মতে, তার এখন সরে যাওয়া উচিত। বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ধোনির ধীরগতির ইনিংস নিয়ে কম সমালোচনা হয়নি। যদি বিরাট কোহলিসহ টিম ম্যানেজমেন্ট বরাবরই ধোনির পক্ষেই কথা বলেছেন। সেমিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে ধোনি রানআউট হওয়ায় ভারতের জেতা হয়নি। 

    বিশ্বকাপের পর প্রথম সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে ভারত। আগামী ১৯ জুলাই ঘোষণা করা হবে স্কোয়াড। টাইমস অফ ইন্ডিয়ার সেই সূত্র বলছে, ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছেন না ধোনি, ‘ধোনি এই সফরে যাবেন না। শুধু তাই না, ভবিষ্যতে ঘরে ও বিদেশের মাটিতে সিরিজে তিনি এক নম্বর উইকেটকিপারও থাকবেন না। তার জায়গা নেবেন ঋশাভ পান্ট, এই সময়টায় তাকে মাঠের বাইরে সাহায্য করবেন ধোনি। ১৫ জনের স্কোয়াডে থাকলেও ধোনি একাদশে থাকবেন না। দলে এখনো ধোনির প্রয়োজনীয়তা আছে। তিনি অবসরে যাক এটা দলের জন্য ভালো হবে না।’ 

    ধোনির বিকল্প হিসেবে দলে পান্টের থিতু হতে বছরখানেক লাগবে বলেই ধারণা ওই সূত্রের, ‘এই অক্টোবরে পান্টের বয়স ২২ হবে। এরই মাঝে সে নিজের যোগ্যতার পরিচয় দিয়েছে, এখনো অনেক কিছু প্রমাণের বাকি আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় তার বয়স হবে ২৩। এই এক বছরের মাঝেই হয়তো সে দলে থিতু হয়ে যাবে। ধোনি নিজেকে বহু আগেই প্রমাণ করেছেন। তাই তিনি 'কেনো' যাচ্ছেন এই প্রশ্নের চেয়ে 'কখন' যাচ্ছেন এটাই বেশি প্রাসঙ্গিক। তিনি একটা সময় অবসরে যাবেন। কিন্তু এতে তাড়াহুড়োর কী আছে?’