• ওয়েস্ট ইন্ডিজ-ভারত সিরিজ
  • " />

     

    ভারতের বিপক্ষে প্রথম দুই ম্যাচে থাকছেন না রাসেল

    ভারতের বিপক্ষে প্রথম দুই ম্যাচে থাকছেন না রাসেল    

    হাঁটুর চোট বিশ্বকাপের মাঝপথেই তাকে ছিটকে দিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের মতো আন্দ্রে রাসেলের বিশ্বকাপও গেছে ভুলে যাওয়ার মতো। সেই চোট কাটিয়ে অস্ত্রোপচার করেছিলেন, কাল থেকে শুরু ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফেরারও কথা ছিল তার। কিন্তু আজ শেষ মুহূর্তে সিরিজের প্রথম দুই ম্যাচ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন রাসেল।

    ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড আজ এক বিবৃতিতে জানিয়েছে, চোটের জায়গাটা ভালো বোধ না করায় রাসেল প্রথম দুই ম্যাচের জন্য নিজেকে সরিয়ে নিয়েছেন। বিশ্বকাপে হাঁটুতে চোট করার পর অস্ত্রোপচার করিয়ে গত সপ্তাহে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে নাম লিখিয়েছিলেন। একটি ম্যাচে খেললেও ব্যাটিং বা বোলিং কিছুই করেননি।

    রাসেলের জায়গায় ডাক পেয়েছেন অলরাউন্ডার জেসন মোহাম্মেদ। গত বছর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে সর্বশেষ খেলেছিলেন জেসন, এরপর আর সুযোগ পাননি। গত মৌসুমে অবশ্য ত্রিনিদাদের হয়ে ঘরোয়া লিগে সবচেয়ে বেশি রান ছিল তার।