• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    আর্থারের সাথে চুক্তি বাড়াচ্ছে না পাকিস্তান

    আর্থারের সাথে চুক্তি বাড়াচ্ছে না পাকিস্তান    

    কিছুদিন আগেই পিসিবির কাছে পাকিস্তান কোচ মিকি আর্থার প্রস্তাব দিয়েছিলেন, সরফরাজ আহমেদকে যেন অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সরফরাজ নিজের পদে বহাল থাকলেও বিদায় নিতে হচ্ছে আর্থারকেই। পিসিবি চেয়ারম্যান এহসান মনি ঘোষণা দিয়েছেন, আর্থারের চুক্তি আর বাড়ানো হচ্ছে না। আর্থারের সাথে বিদায় নিচ্ছেন দলের বোলিং কোচ আজহার মাহমুদ, ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার ও ট্রেইনার গ্রান্ট লুডেনও। 

    বিশ্বকাপের পর বর্তমান চুক্তি শেষ হচ্ছিল আর্থারসহ বাকি কোচিং স্টাফের। পিসিবির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কোচিং স্টাফকে ঢেলে সাজানো হবে। মনি এক বিবৃতিতে জানিয়েছেন, নতুনভাবেই গড়ে তোলা হবে পাকিস্তান দলের ম্যানেজমেন্টকে, ‘পিসিবির কমিটি সিদ্ধান্ত নিয়েছে, এখন দলের ম্যানেজমেন্টে নতুন নেতৃত্ব দরকার। আমি তাদের প্রস্তাবের সাথে একমত। পিসিবির পক্ষ থেকে আমি আর্থার, ফ্লাওয়ার, লুডেন ও আজহারকে ধন্যবাদ দিতে চাই। তাদের কঠোর পরিশ্রমে দল অনেক সাফল্য পেয়েছে। তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাতে চাই।’ 

    পাকিস্তান ক্রিকেটকে এগিয়ে নিতেই এমন সিদ্ধান্ত, বলছেন মনি, ‘পিসিবি পাকিস্তান ক্রিকেটের সমর্থকদের প্রতি দায়বদ্ধ। পাকিস্তান দলকে সব ফরম্যাটে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার সবই আমরা করব।’ 

    হেড কোচসহ চারটি পদের জন্য বিজ্ঞপ্তি দেবে পিসিবি। কোচ বরখাস্ত হলেও সরফরাজের ভাগ্যে কী আছে, সেটা জানার জন্য আরও কিছুদিন হয়তো অপেক্ষা করতে হবে।