• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    এবার হেসুসকে দুই মাসের জন্য নিষিদ্ধ করল কনমিবল

    এবার হেসুসকে দুই মাসের জন্য নিষিদ্ধ করল কনমিবল    

    ব্রাজিল স্ট্রাইকার গ্যাব্রিয়েল হেসুসকে ২ মাসের জন্য নিষিদ্ধ করেছে কনমিবল। কোপা আমেরিকার ফাইনালে অসদাচরণের জন্য এই শাস্তি পাচ্ছেন ম্যানচেস্টার সিটি ২২ বছর বয়সী ফুটবলার। 

    কোপা আমেরিকার ফাইনালে পেরুর বিপক্ষে দ্বিতীয়ার্ধের ২৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন হেসুস। ব্রাজিল স্ট্রাইকার মাঠ ছাড়ার সময় রাগ ঝেড়েছিলেন মাঠের পাশে রেফারির রিপ্লে দেখার জন্য থাকা টিভিতে। সেই বক্সে ধাক্কা দিয়ে এরপর মাঠ ছেড়েছিলেন হেসুস। সে কারণেই দুই মাসের নিষেধাজ্ঞা জুটল তার কপালে। তবে শুধুমাত্র নিষিদ্ধ হয়েই পার পাচ্ছেন না। ব্রাজিলের হয়ে কোপাজয়ী হেসুসকে গুণতে হবে ৩০,০০০ ইউএস ডলার জরিমানাও।

    এই দুই মাসে ব্রাজিলের রয়েছে দুইটি প্রীতি ম্যাচ। এছাড়া কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নেই। তাই আগামী মাসে কলম্বিয়া ও পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচ দুইটি খেলতে পারছেন না হেসুস।

    কনমিবলের অবশ্য এটাই প্রথম নিষেধাজ্ঞা নয়। সপ্তাহের শুরুতে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকেও তিন মাসের জন্য বরখাস্ত করেছিল তারা, সঙ্গে তাকেও গুণতে হবে ৫০,০০০ ইউএস ডলার জরিমানা। কনমিবলকে দুর্নীতিগ্রস্থ বলে মন্তব্য করেছিলেন মেসি।