• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    যানজটে আটকে গেলেন চেলসি ম্যাচের রেফারি

    যানজটে আটকে গেলেন চেলসি ম্যাচের রেফারি    

    স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি বনাম লেস্টার সিটি ম্যাচে রেফারির দায়িত্বে থাকার কথা ছিল গ্রাহাম স্কটের। কিন্তু লন্ডনের এম৪০ মটরওয়ের যানজটে আটকে যাওয়ায় স্টেডিয়ামে আসতে দেরি হয়ে যায় তার। ম্যাচের সময় ঘনিয়ে আসায় স্কটের বদলে অলিভার ল্যাংফোর্ডকে রেফারিংয়ের দায়িত্ব দেয় প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

     

     

    চেলসির ম্যানেজার হিসেবে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের অভিষেকের ম্যাচে ফোর্থ অফিশিয়ালের দায়িত্বে থাকার কথা ছিল ল্যাংফোর্ডের। কিন্তু শেষ পর্যন্ত মাঠেই থাকতে হচ্ছে তাকে। ক্যারিয়ারে এবারই প্রথম প্রিমিয়ার লিগের কোনও ম্যাচে রেফারিংয়ের দায়িত্বে থাকবেন ল্যাংফোর্ড।

    গতকাল ম্যানচেস্টার সিটি এবং টটেনহাম হটস্পারের ম্যাচে বহুল আলোচিত চার রেফারির 'ভিএআর' দলের একজন ছিলেন স্কট। প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী, ম্যাচের অন্তত আধা ঘণ্টা আগে মাঠে এসে ফুটবলারদের মত নিজেদেরও অনুশীলনে কিছুটা ঝালিয়ে নিতে হয় রেফারির। যানজটে আটকে পড়ায় মাঠে আগে আসা হয়নি স্কটের, কিছুটা বিচিত্র পরিস্থিতিতেই প্রিমিয়ার লিগে রেফারি হিসেবে অভিষেক হয়ে গেল ল্যাংফোর্ডের।