• বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজ
  • " />

     

    বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করল আফগানিস্তান

    বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করল আফগানিস্তান    

    একটি টেস্ট ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে এই মাসের শেষে বাংলাদেশে আসছে আফগানিস্তান। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ দুটি ভিন্ন স্কোয়াড ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড। দুই ফরম্যাটেই আফগানদের অধিনায়ক থাকবেন রশিদ খান। 

    ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া একমাত্র টেস্টের জন্য আফগানিস্তানের স্কোয়াডে আছেন ১৫ জন। ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে-আফগানিস্তান ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে আছেন ১৭ জন। 

    টেস্ট স্কোয়াড

    রশিদ খান(অধিনায়ক), আসগর আফগান, মোহাম্মদ নবী, ইহসানউল্লাহ জানাত, ইব্রাহিম জারদান, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদি, ইকরাম আলি খিল, জহির খান পাকতিন, জাভিদ আহমাদি, সায়েদ আহমেদ শিরজাদ, ইয়ামিন আহমাদজাই, আফসার জাজাই, শাপুর জাদরান, কাইস আহমেদ। 

    ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড

    রশিদ খান(অধিনায়ক), আসগর আফগান, মোহাম্মদ নবী, হজরতউল্লাহ জাজাই, নাজিব তারাকাই, মুজিব-উর-রহমান, শরফুদ্দিন আশরাফ, আজিব জাদরান, শহীদুল্লাহ কামাল, করিম জানাত, গুলবাদিন নাইব, ফরিদ আহমেদ মালিক, শফিকউল্লাহ শাফাক, ফজল নিয়াজি, দাওলাত জাদরান, নাভিন উল হক ও রহমানউল্লাহ গুরবাজ।