সুস্থ থাকলেও নেইমারকে খেলাবে না পিএসজি
ফ্রেঞ্চ লিগে পিএসজির দুই ম্যাচ পার হয়ে গেছে। আগামীকাল টলুসের বিপক্ষে মৌসুমের তৃতীয় ম্যাচে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কিন্তু আগের দুই ম্যাচের মতো আগামীকালও পিএসজির হয়ে মাঠে নামা হচ্ছে না নেইমারের। নেইমারের ইনজুরি কি তাহলে এখনো ভালো হয়নি? পিএসজি কোচ টমাস টুখেল অবশ্য সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নেইমার পুরোপুরি সুস্থ হলেও তাঁর ক্লাব ছাড়ার বিষয়টা যতদিন চূড়ান্ত না হবে, ততদিন স্কোয়াডে ফিরবেন না তিনি।
নেইমারের দলবদল নিয়ে প্রতিদিনই শোনা যাচ্ছে নতুন নতুন গুঞ্জন। এমন অবস্থায় তাকে পিএসজির হয়ে মাঠে নামানো হবে না বলেই সাফ জানিয়ে দিলেন টুখেল, ‘সে নিয়মিত অনুশীলন করছে। এখন কোনো ইনজুরি নেই নেইমারের, সে খেলার জন্য পুরোপুরি ফিট। কিন্তু ক্লাব সিদ্ধান্ত নিয়েছে যতক্ষণ তাঁর দলবদলের ব্যাপারটা চূড়ান্ত না হবে, ততক্ষণ সে খেলবে না।’
নেইমারকে নিয়ে তৈরি হওয়া এমন পরিস্থিতিতে খুব একটা খুশি নন টুখেল, ‘পরিস্থিতিটা আসলে খুবই দুশ্চিন্তাজনক। এটা দলের প্রস্তুতিতে কোনো সাহায্য করছে না। নেইমারের মতো বড় ফুটবলারদের ক্ষেত্রে অবশ্য এটা নতুন কিছু নয়।’
নেইমার ইস্যু কি দলের বাকিদের ওপর প্রভাব ফেলছে? টুখেল জানালেন, কিছুটা হলেও এটার প্রভাব পড়েছে দলে, ‘আমরা এটা নিয়ে অনেক কথা বলি। তবে সবাই জানে ফুটবলে এমনটা হয়। নেইমারকে নিয়ে আগ্রহ থাকবেই। তবে অনুশীলন, সংবাদ সম্মেলেন, ম্যাচের আগে ও পরে সবখানেই নেইমারকে নিয়ে কথা হয়। এটা ক্লাবের জন্য মোটেও ভালো কিছু না।'