• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    ডর্টমুন্ড- ইন্টারের সঙ্গে বার্সা, রিয়ালের গ্রুপে পিএসজি

    ডর্টমুন্ড- ইন্টারের সঙ্গে বার্সা, রিয়ালের গ্রুপে পিএসজি    

    মোনাকোতে হয়ে গেল চ্যাম্পিয়নস লিগ ২০১৯-২০ মৌসুমের ড্র। ৩২ টি দল ৮ গ্রুপে ভাগ হয়ে হোম আর অ্যাওয়ে লেগের ভিত্তিতে খেলবে একে অপরের বিপক্ষে। প্রতি গ্রুপ থেকে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল নিয়ে আগামী বছর ফেব্রুয়ারি হবে হবে টুর্নামেন্টের নক আউট পর্ব। 

    লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা বেশ কঠিন গ্রুপেই পড়েছে। তাদের সঙ্গী বরুশিয়া ডর্টমুন্ড, ইন্টার মিলান ও চেক প্রজাতন্ত্রের ক্লাব স্লাভিয়া প্রাগ। রিয়াল মাদ্রিদ ও পিএসজি  পড়েছে একই গ্রুপে। আর জুভেন্টাস, অ্যাটলেটিকো মাদ্রিদ আবারও মুখোমুখি হচ্ছে গ্রুপপর্বে। সেপ্টেম্বরের ১৭, ১৮ তারিখ থেকে শুরু হবে এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব।



    গ্রুপ এ : পিএসজি(ফ্রান্স),  রিয়াল মাদ্রিদ (স্পেন), ক্লাব ব্রুজ (বেলজিয়াম),  গ্যালাতাসারেই (তুরস্ক) 
    গ্রুপ বি : বায়ার্ন মিউনিখ (জার্মানি), টটেনহাম হটস্পার (ইংল্যান্ড), অলিম্পিয়াকোস (গ্রিস), রেডস্টার বেলগ্রেড (সার্বিয়া) 
    গ্রুপ সি : ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড), শাখতার দোনেতস্ক (ইউক্রেন), ডায়নামো জাগরেব (ক্রোয়েশিয়া), আটালান্টা (ইতালি)
    গ্রুপ ডি : জুভেন্টাস (ইতালি), অ্যাটলেটিকো মাদ্রিদ (স্পেন), বেয়ার লেভারকুসেন (জার্মানি),  লোকোমোটিভ মস্কো (রাশিয়া)
    গ্রুপ ই : লিভারপুল (ইংল্যান্ড), নাপোলি (ইতালি), সালজবুর্গ (অস্ট্রিয়া), গেঙ্ক (বেলজিয়াম)
    গ্রুপ এফ : বার্সেলোনা (স্পেন), বরুশিয়া ডর্টমুন্ড (স্পেন), ইন্টার মিলান (ইতালি), স্লাভিয়া প্রাগ (চেক প্রজাতন্ত্র) 
    গ্রুপ জি : জেনিট সেন্ট পিটার্সবার্গ (রাশিয়া), বেনফিকা (পর্তুগাল), লিঁও (ফ্রান্স), লাইপজিগ (জার্মানি)
    গ্রুপ এইচ : চেলসি (ইংল্যান্ড), আয়াক্স (নেদারল্যান্ডস), ভ্যালেন্সিয়া (স্পেন), লিল (ফ্রান্স)