• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    'ইউনাইটেড শিরোপা না জিতলে পুরো দায় সোলশারের'

    'ইউনাইটেড শিরোপা না জিতলে পুরো দায় সোলশারের'    

    শেষ ছয় মৌসুমে লিগ শিরোপার দেখা পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের দাপটে এবারো শিরোপা দৌড়ে অনেকটাই পিছিয়ে ওলে গানার সোলশারের দল। সার্বিয়ার ইউরো বাছাইপর্বের ম্যাচের আগে ইউনাইটেড মিডফিল্ডার নেমাঞ্জা মাতিচ সাংবাদিকদের জানিয়েছেন, এবারও যদি লিগে ভালোকিছু করতে না পারে, তাহলে সেই দায়ভার পুরোপুরি সোলশারকেই নিতে হবে। 

    গত মৌসুমে ষষ্ঠ স্থানে থেকে লিগ শেষ করেছিল ইউনাইটেড। এবার তাই তারা খেলতে পারছে না চ্যাম্পিয়নস লিগেও। নতুন মৌসুমে এই মুহূর্তে সোলশারের দল আছে অষ্টম স্থানে। চার ম্যাচে একটিতে জিতেছে তারা, ড্র দুটিতে, হার একটিতে। মাতিচ বলছেন, এবারও লিগ জিততে না পারলে দায় পুরোটাই সোলশারের, ‘কোচের লক্ষ্য হওয়া উচিত দল যেন শিরোপার জন্য লড়াই করে। এবার যদি ইউনাইটেড সেটা করতে না পারে লিগে, তাহলে কোচ হিসেবে এর পুরো দায় সোলশারকেই নিতে হবে।’ 

     

     

    সোলশারের দলে খুব বেশি সুযোগ পাচ্ছেন না ৩১ বছর বয়সী মাতিচ। এই মৌসুমে মাত্র একটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছেন তিনি, খেলেছেন মাত্র ২২ মিনিট। বেঞ্চে বসে থাকতে থাকতে হতাশ মাতিচ, ‘আমি বহু বছর ধরে ফুটবল খেলছি। গত ১০ বছরে যে ক্লাবেই খেলেছি, প্রায় সব ম্যাচেই খেলার সুযোগ হয়েছে। আমার নিয়মিত খেলার জন্য কাউকে না কাউকে বেঞ্চে বসে থাকতে হতো। এটাই বাস্তবতা।’ 

     

     

     

    নিজেকে প্রমাণ করেই দলে ফিরতে চান মাতিচ, ‘প্রথম কয়েক ম্যাচে কোচ আমাকে রেখেই একাদশ নির্বাচন করেছেন। আমি কঠোর পরিশ্রম চালিয়ে যেতে চাই। তার সিদ্ধান্তকে আমি সম্মান করি। এখন নিজেকে প্রমাণ করার সময় এসেছে। আমি তাকে বলেও দিয়েছি, তার সিদ্ধান্তের সাথে আমি একমত না, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটা তারই। আমার অবস্থান আসলে কোথায় সেটা আমি দেখিয়ে দেবো।’