• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    আফিফের অপরাজিত সেঞ্চুরি, শান্তর ৮৮*

    আফিফের অপরাজিত সেঞ্চুরি, শান্তর ৮৮*    

    ৩য় দিনশেষে, বাংলাদেশ এইচপি ১ম ইনিংস ২০৮/৩*, ৬৬ ওভার (শান্ত ১০০*, আফিফ ৮৮*, ড্যানিয়েল ২/২৮) 

    পুরো স্কোরকার্ড দেখুন


     

    বৃষ্টির কারণে এদিন কক্সবাজারে খেলা হতে পেরেছে ৪৩ ওভার, সে সময়কেই কাজে লাগিয়ে সেঞ্চুরি করে ফেলেছেন আফিফ হোসেন, সেঞ্চুরি থেকে ১২ রান দূরে আছেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কা এইচপির সঙ্গে বাংলাদেশ এইচপির দ্বিতীয় আন-অফিশিয়াল টেস্টের তিনদিন পেরিয়ে গেলেও শেষ হয়নি এক ইনিংসই, ব্যক্তিগত মাইলফলকই যা এখন আকর্ষণ। 

     

     

    আগেরদিন ২৩ ওভারে ৩ উইকেটে ৫৭ রান নিয়ে দিন শেষ করেছিল বাংলাদেশ এইচপি। এদিন আর কোনও উইকেট হারায়নি তারা। শান্ত ও আফিফ দিনশেষে অবিচ্ছিন্ন আছেন ১৫১ রানের জুটি গড়ে। সাড়ে তিনের ওপর হারে ওভারপ্রতি রান তুলেছেন দুজন। 

    আফিফ ১৮০ বল খেলে ২ ছয় ও ১১ চারে অপরাজিত আছেন ঠিক ১০০ রানে। শান্তর রান ৮৮, ১৭৩ বল খেলেছেন তিনি, ১০টি চারের সঙ্গে মেরেছেন ৩টি ছয়। 

    দুই দলের প্রথম আন-অফিশিয়াল টেস্টও হয়েছিল ড্র, এর আগে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল শ্রীলঙ্কা এইচপি।