• লা লিগা
  • " />

     

    বার্নাব্যুতে ফেদেরার-নাদাল ম্যাচ আয়োজন করতে চায় রিয়াল মাদ্রিদ

    বার্নাব্যুতে ফেদেরার-নাদাল ম্যাচ আয়োজন করতে চায় রিয়াল মাদ্রিদ    

    টেনিসে তাদের দ্বৈরথ ফুটবলে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর মতই। কখনও শ্রেষ্ঠত্বের মুকুট পরেছেন রাফায়েল নাদাল, কখনওব রজার ফেদেরার। সেন্টার কোর্ট, আর্থার অ্যাশের পর এবার সান্তিয়াগো বার্নাব্যুতে দেখা যেতে পারে দুই মহীরুহের লড়াই। স্প্যানিশ সংবাদপত্র এবিসি জানিয়েছে, গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে বার্নাব্যুতে নাদাল-ফেদেরার ম্যাচ আয়োজনের ইচ্ছা জানিয়েছেন করেছেন রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।

    ঠিক কবে বার্নাব্যুতে দেখা যেতে পারে নাদাল-ফেদেরারকে- সে ব্যাপারে অবশ্য নিশ্চিতভাবে কিছু জানা যায়নি এখনও। কিন্তু রিয়ালের সম্মানী বোর্ড সদস্য নাদালের ১৯তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের উপলক্ষ্যে এই ম্যাচ আয়োজন করতে চান পেরেজ, জানিয়েছে এবিসি। দিনক্ষণ এখনও ঠিক না হলেও একটি ব্যাপার অবশ্য নিশ্চিত; টেনিসের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ দর্শক সমাগমের রেকর্ড ঠিকই ভেঙ্গে দেবে এই ম্যাচ। এখন পর্যন্ত রেকর্ডটি ২০১০ সালে বেলজিয়ামের ব্রাসেলসে সেরেনা উইলিয়ামস এবং কিম ক্লাইস্টার্সের ম্যাচের (৩৫,৬৮১)।

     

     

    বার্নাব্যুতে দেখা হওয়ার আগেই খুব সম্ভবত সেরেনা-ক্লাইস্টার্সের রেকর্ড ভেঙ্গে দেবেন নাদাল-ফেদেরারই। আগামী বছর ৭ ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে এক প্রীতি ম্যাচে মুখোমুখি হবেন 'ফেদাল'। ৫০,০০০ দর্শক হওয়ার কথা সেই ম্যাচে। তাই কেপ টাউনের পর ৮০,০০০ দর্শক ধারণক্ষমতা সম্পন্ন বার্নাব্যুতে আবারও নিজেদের রেকর্ড ভেঙ্গে দিতে পারেন নাদাল-ফেদেরারই। 

     

     

    ২০১৯-এর উইম্বলডনের সেমিফাইনালে দেখা হয়েছিল নাদাল এবং ফেদেরারের। চার সেটের ম্যাচে শেষ হাসি হেসে ফাইনালে চলে গিয়েছিলেন 'ফেড এক্সপ্রেস'। মাস তিনেক পর ইউএস ওপেনের ফাইনালে আবারও দেখা হতে পারত দুজনের; কিন্তু কোয়ার্টার ফাইনালে গ্রেগর দিমিত্রভের কাছে হেরে বিদায় নেন ফেদেরার। দানিল মেদভেদেভকে দুর্দান্ত এক ফাইনালে হারিয়ে গ্র্যান্ড স্ল্যামের সংখ্যা ১৯-এ নিয়ে গেছেন 'স্প্যানিশ ম্যাটাডর'। সুইস কিংবদন্তীর চেয়ে মাত্র এক গ্র্যান্ড স্ল্যাম পিছিয়ে আছেন নাদাল। কিন্তু হেড টু হেড রেকর্ডে বেশ এগিয়ে আছেন নাদাল (২৪-১৬)।