• ফ্রেঞ্চ লিগ ওয়ান
  • " />

     

    আজই পিএসজির জার্সি গায়ে ফিরছেন নেইমার

    আজই পিএসজির জার্সি গায়ে ফিরছেন নেইমার    

    নতুন মৌসুমের পেরিয়ে গেছে প্রায় এক মাস, পিএসজি খেলেছে চার ম্যাচ। ইনজুরি ও দলবদলের টানাপোড়নে এখনো মাঠে নামা হয়নি নেইমারের। পিএসজি কোচ টমাস টুখেল গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আজ স্ট্রাসবার্গের বিপক্ষে ম্যাচ দিয়েই খেলায় ফিরবেন নেইমার। 

    ইনজুরির কারণে মৌসুমের শুরুতে মাঠে নামতে পারেননি নেইমার। সাথে যোগ হয়েছিল বার্সেলোনায় ফেরার গুঞ্জন। টুখেল এক পর্যায়ে নিজেই জানিয়েছিলেন, যতদিন দলবদল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হয়, ততদিন নেইমারকে খেলাবেন না তিনি। শেষ পর্যন্ত পিএসজিতেই থেকে যেতে হয়েছে নেইমারকে। 

    আজ স্ট্রাসবার্গের বিপক্ষে ফ্রেঞ্চ লিগের ম্যাচে স্কোয়াডে থাকবেন নেইমার, নিশ্চিত করেছেন টুখেল, ‘নেইমার এই ম্যাচে স্কোয়াডে থাকবে। আমি আগেই বলেছিলাম, দলবদলের মৌসুম শেষ হলেই সব স্বাভাবিক হবে। আমাদের স্কোয়াডটা অভিজ্ঞতা ও মেধায় ভরপুর, নেইমার তাদের অন্যতম। সে এখন খেলায় মনোযোগ দিতে পারে। সে পিএসজির একজন ফুটবলার, সেভাবেই তাকে ফিরতে হবে।’ 

    কঠিন সময় পার করে দলে ফিরেই আগের রূপে দেখা যাবে নেইমারকে, বিশ্বাস টুখেলের, ‘গত কয়েক সপ্তাহ তার জন্য সহজ ছিল না। কিন্তু এটাই জীবন। এখনো তার সাথে কথা হয়নি। মাঠে সে কীভাবে খেলবে, কোথায় খেলবে এই ব্যাপারে তার সাথে কথা বলব।’ 

    নেইমার মাঠে না নামলেও পিএসজির সমর্থকরা গত কয়েক ম্যাচেই তার বিরুদ্ধে স্লোগান দিয়ে গেছে। টুখেল বলছেন, মাঠের পারফরম্যান্স দিয়েই সমর্থকদের ভালোবাসা ফিরে পাবেন নেইমার, ‘আমি জানি সমর্থকরা কেনো অখুশি। তাদের ওপর তো আমার নিয়ন্ত্রণ নেই। আমি শুধু নিজের দলকেই নিয়ন্ত্রণ করতে পারি। আমি নিশ্চিত সে নিজের সবটুকুই দেবে ফেরার পর। তার প্রথম লক্ষ্য থাকবে স্ট্রাসবার্গের বিপক্ষে ম্যাচটা জেতা।’  

     

     

    নেইমার ফিরলেও আজও খেলবেন না এডিনসন কাভানি ও কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচের আগে যেন ফিট হতে পারেন, এজন্যই তাদের নিয়ে ঝুঁকি নেওয়া হচ্ছে না। আজ পিএসজির জার্সি গায়ে অভিষেক হতে পারে রিয়াল থেকে আসা গোলরক্ষক কেইলর নাভাসের।