• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    এবার ডিএল মেথডেই হেরে গেলেন সাইফরা

    এবার ডিএল মেথডেই হেরে গেলেন সাইফরা    

    আগের ম্যাচটা শেষ ওভারে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। আজ তৃতীয় ম্যাচেও ডাকওয়ার্থ লুইস মেথডে গড়াল, এবার অবশ্য ভারত অনূর্ধ্ব ২৩ দলের সঙ্গে লড়াই করতে পারল না বাংলাদেশ, ম্যাচটা শেষ পর্যন্ত হেরে গেল ডিএল মেথডে ৪৯ রানে।

    লখনৌতে আজও দারুণ শুরু পেয়েছিলেন ভারতের দুই ওপেনার। ইয়াশভাই জাসওয়াল ও অরুন জাওয়াল ১১.২ ওভারে তুলেছিলেন ৫০ রান। তবে এরপরেই রানের গতি বাড়িয়ে দেন, ১৯.৪ ওভারে চলে আসে ১০০ রান। এর মধ্যেই চলে আসে বৃষ্টি, ২২ ওভারে ১১৪ রান তুলেছেন দুজন।

    বৃষ্টি বাধার পর বাংলাদেশ দলের ডিএল মেথডে লক্ষ্য দাঁড়ায় ১৭৪ রান। শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে শুরু করে। প্রথম ওভারেই ফিরে যান মাহেদী হাসান, দ্বিতীয় ও তৃতীয় ওভারে আউট হয়ে যান অধিনায়ক সাইফ হাসান, ইয়াসির আলী ও জাকির হাসানও। কেউই পারেননি দুই অঙ্ক ছুঁতে। এরপর ফারদীন হাসান অনিও যখন আউট হয়ে যান, ২৭ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ দল। ৪০ রানে যখন সাব্বির হোসেনও ফিরে যান, ম্যাচ জয়ের আশাও কার্যত ওখানেই শেষ।

     

     

    এরপর একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন আরিফুল হক ও মাহিদুল অংকন। আরিফুল ২১ বলে ২৩ রান করার পর আউট হয়ে গেলে সেই আশাও শেষ হয়ে যায়। অংকন অবশ্য চেষ্টা করে গেছেন, শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৩৮ বলে করেছেন ৫০। তবে হারের ব্যবধান কমানো ছাড়া সেটা আর কিছু করতে পারেনি। ২১.৪ ওভারে ১২৪ রানে শেষ পর্যন্ত অলআউট হয়ে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল। তিন ম্যাচের পর ২-১ ব্যবধানে এগিয়ে গেল অনূর্ধ্ব ২৩ দল।