• বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজ
  • " />

     

    সিপিএল খেলার অনুমতি পেলেন সাকিব

    সিপিএল খেলার অনুমতি পেলেন সাকিব    

    আগের মৌসুমে ইনজুরির কারণে সিপিএলে খেলতে পারেননি সাকিব আল হাসান। এবার আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজে যাওয়া হয়নি তার। তবে সিপিএলের মাঝপথে বারবাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলতে যাচ্ছেন সাকিব। বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খান ক্রিকবাজকে জানিয়েছেন, সাকিবকে সিপিএলে খেলার ছাড়পত্র দিয়েছে বোর্ড। 

    নভেম্বরে হতে যাওয়া ভারতের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি শুরুর আগেই দেশে ফিরবেন সাকিব, আকরাম খান আশা করছেন এমনটাই, ‘আমরা সাকিবকে সিপিএল খেলার ছাড়পত্র দিয়েছি। আমরা আশা করছি সে ভারতের বিপক্ষে সিরিজের প্রস্তুতি শুরুর আগেই ফিরবে। তবে তার ফেরার তারিখ এখনই নিশ্চিত করতে পারছি না।’ 

     

     

    সাকিব ছাড়পত্র পেলেও আফিফ হোসেনকে নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিওটস এবার আফিফকে কিনেছিল। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ও শ্রীলংকার বিপক্ষে হাই পারফরম্যান্স দলের সিরিজের জন্য তৈরি হতেই তাকে শুরুতে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। 

    ত্রিদেশীয় সিরিজের ফাইনাল শেষে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা হবেন সাকিব।