• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    গ্রিজমানের সাথে আমার কোনো সমস্যাই নেই: মেসি

    গ্রিজমানের সাথে আমার কোনো সমস্যাই নেই: মেসি    

    ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের আগে আতোইন গ্রিজমান জানিয়েছিলেন, লিওনেল মেসির সাথে খুব বেশি কথা হয় না তার। এই কারণেই নাকি দুইজনের মাঝে বোঝাপড়াটাও গড়ে ওঠেনি সেভাবে। ইন্টারের বিপক্ষে ইনজুরি কাটিয়ে কাল মাঠে ফিরেছিলেন মেসি, খেলেছেন গ্রিজমানের সাথেই। ম্যাচ শেষে সাংবাদিকদের মেসি জানিয়েছেন, গ্রিজমানের সাথে তার কোনো সমস্যা নেই, সবকিছু ভালোভাবেই চলছে। মেসি আরও বলছেন, এই ম্যাচ দিয়েই পুরনো রূপে ফেরার যাত্রা শুরু হয়েছে তার। 

    গ্রিজমানসহ ড্রেসিংরুমের সবার সাথেই খুব ভালো সম্পর্ক আছে, জানালেন মেসি, ‘আমার আর গ্রিজমানের মাঝে কোনো সমস্যাই নেই। সবার সাথেই সম্পর্কটা খুব ভালো। আমরা একতাবদ্ধ আছি। আমরা জানতাম সময়টা ভালো যাচ্ছে না। ইন্টারের বিপক্ষে এই জয়টা তাই খুব দরকার ছিল। দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে আমরা জয় পেয়েছি। আশা করি এভাবেই চলতে থাকবে সবকিছু। ইউরোপের সব দলের জন্যই শুরুটা কঠিন ছিল। তবে আমি কোনো অজুহাত দিতে চাই না।’ 

    মেসি-গ্রিজমানের গোল উদযাপন

     

    এই মৌসুমে মাত্র দ্বিতীয়বারের মতো প্রথম একাদশে ছিলেন মেসি। ধীরে ধীরে আগের রূপে ফিরছেন তিনি, মেসি বললেন এমনটাই, ‘আমি একাদশে থাকার চেষ্টা করি। আজ পূর্ণ ৯০ মিনিট খেললাম। ম্যাচ যেভাবে শেষ করতে পেরেছি সেটায় আমি খুশি। এখনো পূর্ণ ছন্দ খুঁজে পাইনি, কিন্তু দিন যাওয়ার সাথে সাথে আমিও আগের মতো ফর্ম ফিরে পাচ্ছি। আমরা অনুশীলনের খুব বেশি সুযোগ পাইনা কারণ প্রতি সপ্তাহেই দুটি করে ম্যাচ থাকে। যখনই ম্যাচ খেলার সুযোগ পাই, সেটাকে কাজে লাগাই।’ 

    এই মৌসুমে শুরুটা একদমই ভালো হয়নি বার্সার। এরই মাঝে দুটি লিগ ম্যাচ হেরে গেছে তারা। প্রাক মৌসুমের অতিরিক্ত ব্যস্ত সূচিই এর জন্য অনেকটা দায়ী, মানছেন মেসি, ‘যখন আপনি অনেক বেশি ভ্রমণ করেন তখন অনুশীলন করা হয় না। আমরা দেশে ফিরেছি, আবার বাইরের দেশে খেলতে গিয়েছি, আবার দেশে ফিরেছি। আমাদের অনুশীলন করার মতো খুব বেশি সুযোগ ছিল না। এটাই বাস্তবতা। সব বড় ক্লাবই প্রাক মৌসুমে এমন সূচি রাখে।’ 

    ইন্টারের বিপক্ষে জয়ে অবদান ছিল মেসিরও। নিজে গোল না পেলেও লুইস সুয়ায়রেজের গোলে অ্যাসিস্ট করেছেন বার্সা অধিনায়ক। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর পর এমন জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মেসি, 'আমাদের এই জয়টা খুব দরকার ছিল। কারণ গ্রুপটা খুবই কঠিন। আমরা প্রথম ম্যাচ ড্র করেছিলাম। ঘরের মাঠে জেতায় তাই খুব খুশি। ইন্টার দারুণ দল, ম্যাচটা সহজ ছিল না।