• প্রীতি ম্যাচ
  • " />

     

    'তরুণ আর্জেন্টিনা দলকে হারানো এখন অনেক কঠিন'

    'তরুণ আর্জেন্টিনা দলকে হারানো এখন অনেক কঠিন'    

    জার্মানির বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল আর্জেন্টিনা। ইকুয়েডরের সাথে দলের তারুণ্যের শক্তিটা বেশ ভালোভাবেই জানান দিল লিওনেল স্কালোনির দল। ইকুয়েডরকে ৬-১ গোলে বিধ্বস্ত করার পর স্কালোনি বলছেন, তরুণ এই আর্জেন্টিনা দলটাকে হারানো এখন অনেক কঠিন একটা কাজ। 

    নিষেধাজ্ঞার কারণে নেই লিওনেল মেসি, ছিলেন না সার্জিও আগুয়েরো, ডি মারিয়ারাও। লুকাস আলারিও, লুকাস ওকাম্পোস, নিকোলাস ডমিঙ্গেজরা অবশ্য তাদের অভাবটা একটুও বুঝতে দেননি। বিশাল এক জয় দিয়েই তারা বার্তা দিয়েছে, মেসি-ডি মারিয়া ছাড়াও আর্জেন্টিনা জিততে পারে। 

    ম্যাচের পর স্কালোনি বলছেন, তরুণ এই আর্জেন্টিনাকে সহজেই কেউ হারাতে পারবে না, ‘পাঁচ থেকে ছয়জন ফুটবলার আছে যারা দলের প্রাণ। তারা অভিজ্ঞতার দিক দিয়ে পিছিয়ে থাকলেও নিজেদের প্রমাণ করেছে। নিজেদের সেরাটা দিলেও আপনি হারতে পারেন, কারণ সেরা দল সবসময় জেতে না। কিন্তু এই দলটাকে হারানো এখন অনেক কঠিন হবে প্রতিপক্ষের জন্য।’ 

    জার্মানি ও ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচের ফলাফল নিয়ে খুশি স্কালোনি, ‘এই সফরটা ইতিবাচক ছিল। আমরা চেয়েছিলাম তরুণরা মাঠে নিজেদের প্রমাণের সময় পাক। তারা আর্জেন্টিনার জার্সি গায়ে খেলতে চায়, এটা আমাকে খুবই উজ্জীবিত করেছে।’