এক মাসের জন্য মাঠের বাইরে নেইমার
নাইজেরিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচের মাত্র ১২ মিনিটের মাথায়ই ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয়েছিল নেইমারকে। হ্যামস্ট্রিংয়ের এই ইনজুরি নেইমারকে অনেকদিনের জন্য ছিটকে দিল মাঠ থেকে। পিএসজিতে ফিরে পরীক্ষার পর জানা গেছে, কমপক্ষে এক মাসের জন্য খেলতে পারবেন না নেইমার।
পিএসজি যাওয়ার পর গত দুই বছরে ইনজুরির কারণে নেইমার মিস করেছেন ৪০টি ম্যাচ। এই বছরের জানুয়ারি ইনজুরিতে পড়ে ৮৫ দিনের জন্য মাঠের বাইরে ছিলেন নেইমার। এপ্রিলে খেলায় ফিরে কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে নেমে আবার গোড়ালির ইনজুরিতে পড়েন তিনি। এই ইনজুরির কারণে মিস করেছেন কোপা আমেরিকাও।
যে ইনজুরি আবারও মাঠের বাইরে নিয়ে গেলো নেইমারকে
ইনজুরি কাটিয়ে গত মাসেই খেলায় ফিরেছিলেন নেইমার। নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে আবার চোটের কারণে বদলি হতে বাধ্য হয় তিনি। তার আঘাতটা কতটা গুরুতর, সেটা তখন জানান যায়নি। ফ্রান্সে ফিরে পরীক্ষা করিয়েছেন নেইমার, তাতেই জানা গেছে দুঃসংবাদটা।
পিএসজি এক অফিশিয়াল বিবৃতিতে জানিয়েছে, চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন নেইমার, ‘এমআরআই স্ক্যানের পর নিশ্চিত হওয়া গেছে নেইমারের বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে। আটদিন পর আবার পরীক্ষা করা হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন নেইমার।’
সবকিছু ঠিকঠাক থাকলে ২৬ নভেম্বর সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ দিয়েই ফিরবেন নেইমার।