• " />

     

    বৃহস্পতিবার ঢাকায় আসছেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো

    বৃহস্পতিবার ঢাকায় আসছেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো    

    বৃহস্পতিবার ১৭ অক্টোবর সংক্ষিপ্ত সফরে ঢাকা আসছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ২০১৬ সালে ফিফার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটাই বাংলাদেশে তার প্রথম সফর। 

    উত্তর কোরিয়ায় বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে কোরিয়া ডার্বির ম্যাচ দেখেছিলেন ইনফান্তিনো। উত্তর কোরিয়ার দর্শকশূন্য মাঠেই খেলা দেখেছেন ফিফা প্রেসিডেন্ট।  সেখান থেকে মঙ্গোলিয়া সফরে গিয়েছিলেন তিনি। মঙ্গোলিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছেন।

    বৃহস্পতিবার মধ্যরাতে বাংলাদেশের নামার পর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করার কথা রয়েছে ইনফান্তিনোর। এরপর দুপুর নাগাদ বাফুফে ভবন পরিদর্শন ও সভা শেষ করে সংবাদ সম্মেলনে কথা বলবেন ফিফা প্রেসিডেন্ট। এরপরই লাওসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।  

    বাংলাদেশের এটি হবে ফিফা প্রেসিডেন্টের চতুর্থ আগমনও। এর আগে ১৯৮১ সালে হোয়াও হাভেলাঞ্জ প্রথমবারের মতো এসেছিলেন ঢাকায়। ২০০৬ ও ২০১২ সালে দুইবার ঢাকা সফর করেছিলেন সেপ ব্ল্যাটারও।