• ফ্রেঞ্চ লিগ ওয়ান
  • " />

     

    প্যারিসে সবচেয়ে বেশি বর্ণবাদের শিকার হয়েছেন আলভেজ

    প্যারিসে সবচেয়ে বেশি বর্ণবাদের শিকার হয়েছেন আলভেজ    

    ক্যারিয়ারে বেশ কয়েকবার বর্ণবাদের শিকার হয়েছেন ব্রাজিল ডিফেন্ডার দানি আলভেজ। ভিয়ারিয়ালের মাঠে বার্সার হয়ে খেলার সময় তো তাঁর দিকে কলাও ছুড়ে মেরেছিল এক সমর্থক। জিকিউ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে আলভেজ বলছেন, পিএসজিতে খেলার সময় প্যারিসের মানুষ থেকে সবচেয়ে বেশি বর্ণবাদের শিকার হয়েছেন তিনি। 

    পিএসজিতে আলভেজ ছিলেন দুই মৌসুম, খেলেছেন ৪৮টি ম্যাচ। প্যারিসের ঐ সময়টা একদমই ভালো কাটেনি তাঁর, জানালেন আলভেজ, ‘প্যারিস খুবই মানসিক চাপে থাকতাম। একদমই পছন্দ ছিল না শহরটা। আপনি এক সপ্তাহের জন্য প্যারিসে যান, সেটা আপনার জীবনের সেরা সফর হবে। কিন্তু এর বেশি থাকলে সেটা ক্লান্তিকর হয়ে উঠবে। এটা আমাকে সাও পাওলোর কথা মনে করিয়ে দেয়। কিন্তু প্যারিসের মানুষ অনেক বেশি বর্ণবাদী মনোভাবের।’ 

    নিজের বন্ধুদের অনেকবার প্যারিসের রাস্তায় বর্ণবাদের শিকার হতে দেখেছেন আলভেজ, ‘মানুষ আমাকে বেশি কিছু বলার সাহস পেতো না। কারণ আমি তাদের শক্ত জবাব দিতাম। আমার বন্ধুরা প্যারিসের মানুষের বর্ণবাদের শিকার হয়েছে অনেকবারই।’ 

    সাম্প্রতিক সময়ে ইউরো বাছাইপর্বের ইংল্যান্ড-বুলগেরিয়া ম্যাচে দর্শকের বর্ণবাদী আচরণ নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। ম্যাচটি দুইবার বন্ধ করতেও বাধ্য হয়েছিলেন রেফারি। মাঠের বর্ণবাদকে অবশ্য কখনোই খুব বেশি পাত্তা দেননি আলভেজ। ভিয়ারিয়ালের ঐ কলা ছুড়ে মারার ঘটনায় প্রতিবাদ হিসেবে সেই কলাটা খেয়েও ফেলেছিলেন তিনি। 

    আলভেজ বলছেন, পাত্তা না দিলেই কমে আসবে বর্ণবাদের ঘটনা, ‘স্পেনে আমি অনেকবার এটার মুখোমুখি হয়েছি। এটাকে আসলে মজা হিসেবেই নিতে হবে। এসব ব্যাপার খুব সহসাই বদলাচ্ছে না। আপনি যদি ওসব দর্শকের কথাকে খুব বেশি পাত্তা না দেন, তাহলে তারা ওইগুলা বলাও বন্ধ করে দেবে।’