• আইপিএল ২০১৯
  • " />

     

    রাজস্থানের কোচ হলেন অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড

    রাজস্থানের কোচ হলেন অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড    

    কিছুদিন আগে কিংস ইলেভেন পাঞ্জাব নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল অনিল কুম্বলেকে। আইপিএলের নতুর আসরের আগে কোচ পরিবর্তন করল রাজস্থান রয়্যালসও। সাবেক অস্ট্রেলিয়া অলরাউন্ডার অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকেই দেওয়া হয়েছে রাজস্থানের কোচের দায়িত্ব। 

    খেলোয়াড় হিসেবে ২০০৯ ও ২০১১ আইপিএলে দিল্লীর হয়ে খেলেছিলেন ম্যাকডোনাল্ড। ২০১২ ও ২০১৩ তে খেলেছেন রয়্যাল চালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। বেঙ্গালুরুর বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন ম্যাকডোনাল্ড। এবার রাজস্থানের হেড কোচ হিসেবেই দেখা যাবে তাকে। ৩৮ বছর বয়সে ম্যাকডোনাল্ড কোচিং করিয়েছেন বিগ ব্যাশের মেলবোর্নকেও। তাঁর অধীনে শিরোপাও জিতেছে মেলবোর্ন। 

    রাজস্থানের জার্সি হাতে ম্যাকডোনাল্ড 

     

    রাজস্থানের কোচ হিসেবে প্যাডি আপটনের স্থলাভিষিক্ত হচ্ছেন ম্যাকডোনাল্ড। আইপিএলে কোচ হতে পেরে উচ্ছ্বসিত ম্যাকডোনাল্ড, ‘রাজস্থান পরিবারের সাথে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত। এটা অনেক বড় একটা দায়িত্ব, নতুন একটা চ্যালেঞ্জ। পৃথিবীর সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগে বিশ্বসেরা ক্রিকেটারদের সাথে কাজ করার জন্য মুখিয়ে আছি আমি।’ 

    ম্যাকডোনাল্ডকে কোচ হিসেবে পেয়ে খুশি রাজস্থানও। রাজস্থানের প্রধান নির্বাহী রঞ্জিত ভারঠাকুর জানিয়েছেন, ‘ম্যাকডোনাল্ডকে কোচ হিসেবে পেয়ে আমরা দারুণ খুশি। তিনি নিজের অভিজ্ঞতা দিয়ে ক্রিকেটারদের ভালো কিছু করার উৎসাহিত করবেন। আইপিএলে খেলার অভিজ্ঞতাও তাঁর আছে।’