• লা লিগা
  • " />

     

    বার্সার সাফল্যের বদলে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিততে চান না মেসি

    বার্সার সাফল্যের বদলে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিততে চান না মেসি    

    বার্সেলোনার হয়ে লিওনেল মেসি জিতেছেন বহু শিরোপা। ক্লাবের জার্সি গায়ে যতটা সাফল্য পেয়েছেন মেসি, আর্জেন্টিনার জার্সি গায়ে গল্পটা ঠিক উল্টো। জাতীয় দলের হয়ে এখনো বড় কোনো শিরোপা জিততে পারেননি তিনি। টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলছেন, বিশ্বকাপ জিততে চাইলেও বার্সার কোনো শিরোপার বদলে আর্জেন্টিনার হয়ে সাফল্য চান না তিনি। 

    মেসি কাতালানদের হয়ে এখন পর্যন্ত জিতেছেন রেকর্ড ৩৪টি ট্রফি। এর মাঝে আছে দশটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়নস লিগ। কিন্তু আর্জেন্টিনার হয়ে মেসির সাফল্য বলতে ২০০৫ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জেতা ও ২০০৮ সালের অলিম্পিকে সোনা জয়। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে উঠেও খালিহাতে ফিরতে হয়েছে মেসিকে। এরপর টানা দুই কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে মেসির। 

    মেসি বলছেন, বিশ্বকাপ জিততে চাইলেও বার্সার শিরোপার সাথে সেটা অদল বদল করতে চান না, ‘আমি অবশ্যই বিশ্বচ্যাম্পিয়ন হতে চাই। কিন্তু এটার জন্য আমি ক্যারিয়ারের অন্য শিরোপাগুলো অদল বদল করতে চাই না। ঈশ্বর আমাকে এটাই দিয়েছেন।’ 

    প্রত্যাশার চেয়ে অনেক বেশি পেয়েছেন বলেই জানালেন মেসি, ‘আমি কখনোই এতকিছুর স্বপ্ন দেখিনি। যা ভেবেছিলাম, তার চেয়ে অনেক বেশির পেয়েছি ক্যারিয়ারে।’