• ফ্রেঞ্চ লিগ ওয়ান
  • " />

     

    পয়েন্ট তালিকার তলানিতে থাকা দিজনের কাছেই হারল পিএসজি

    পয়েন্ট তালিকার তলানিতে থাকা দিজনের কাছেই হারল পিএসজি    

    গত মৌসুমে লিগের ৩৮ ম্যাচে মাত্র ৫টিতে হেরে চ্যাম্পিয়ন হয়েছিল পিএসজি। এই মৌসুমে ১২তম ম্যাচে এসেই নিজেদের তৃতীয় হারের স্বাদ পেতে হলো কিলিয়ান এমবাপ্পে-ডি মারিয়াদের, সেটাও আবার পয়েন্ট তালিকার তনালিতে থাকা দিজনের কাছে। পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে পিএসজিকে ২-১ ব্যবধানে হারিয়েছে মৌসুমের পুরোটা সময় পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলে ঘুরপাক খাওয়া দিজন। 

    পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলের সাথে ২০ তম দলের লড়াই, পিএসজি-দিজন ম্যাচটা হওয়ার কথা ছিল একপেশেই। তবে গ্যাস্টন জেরার্ড স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে পিএসজি গোলরক্ষক নাভাসকে ব্যস্ত রেখেছিলেন দিজন ফরোয়ার্ডরা। দিদিয়ের এনডং, হুলিও তাভারেস, জনডের ক্যাডিজদের শট ফিরিয়ে দিয়ে দিজনকে লিড নিতে দেননি নাভাস। ১৯ মিনিটে স্রোতের বিপরীতে লিড নিয়েছিল পিএসজিই। ডি মারিয়ার থ্রু বলে এমবাপ্পে বল জালে জড়ান। দিজন গোলরক্ষক আলফ্রেড গোমিজের মাথার উপর দিয়ে দারুণ এক চিপে মৌসুমে নিজের সপ্তম গোল পান এমবাপ্পে। 

    ডি মারিয়ার মুখ লুকানোর ব্যর্থ চেষ্টা

     

    দুই মিনিট পর ব্যবধান বাড়াতে পারত পিএসজি। মাউরো ইকার্দির শট ঠেকিয়ে দেন গোমিজ। বিরতির ঠিক আগে দিজনকে ম্যাচে ফেরান মুনির চোয়াইয়ার। বক্সের ভেতর বল পেয়ে ডান পায়ের শটে নাভাসের প্রতিরোধ ভাঙেন তিনি। 

    বিরতি থেকে ফেরার পরপরই দিজনকে লিড এনে দেন প্রথমার্ধে বদলি হিসেবে নামা ক্যাডিজ। বক্সের বাঁ প্রান্তে বল পেয়েছিলেন ক্যাডিজ, অ্যাঙ্গেলটাও ছিল কঠিন। ক্যাডিজ সেই কঠিন অ্যাঙ্গেল দিয়েই বাঁ পায়ের দারুণ এক শটে জালে জড়ালেন বল। 

    ম্যাচে ফিরতে পিএসজি ছিল মরিয়া। বারবার আক্রমণ করেও খুব একটা সুবিধা করতে পারেননি ডি মারিয়ারা। ৫৬ মিনিটে ডি মারিয়াকে গোলপোস্টের সামনে হতাশ করেন দিজন কিপার। কিছুক্ষণ পর এমবাপ্পেও গোলের সুযোগ নষ্ট করেন। ৬৪ মিনিটে ইকার্দির হেড পোস্টে লেগে ফিরে আসে। শেষ বাঁশি বাজার সাত মিনিট আগে এডিনসন কাভানির শট পোস্ট ঘেঁষে চলে গেলে আর ম্যাচে ফেরা হয়নি পিএসজির। 

    এই মৌসুমে পিএসজিকে হারিয়ে শুধু রেনে আর রেইমস। লিগের দ্বিতীয় ম্যাচেই রেনের কাছে ২-১ গোলে হেরেছিল পিএসজি। সপ্তম ম্যাচে রেইমস পিএসজিকে হারায় ২-০ গোলে। ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে রেইমস আছে চতুর্থ স্থানে, সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে রেনে আছে নবম স্থানে। দিজনের কাছে হেরেও ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। পিএসজিকে হারিয়ে ১১ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে উঠে এসেছে পয়েন্ট তালিকার তনালিতে থাকা দিজন।