• আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
  • " />

     

    প্রথমবারের মতো টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ের শীর্ষে নবী

    প্রথমবারের মতো টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ের শীর্ষে নবী    

    সবশেষ গত সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে টি-টোয়েন্টি খেলেছিলেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। এতদিন টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের পেছনেই ছিলেন তিনি। এবার ক্যারিয়ারে প্রথমবারের মতো এই তালিকার শীর্ষে উঠে এলেন নবী। 

    মানসিক অবসাদের কারণে অস্ট্রেলিয়া-শ্রীলংকা সিরিজের মাঝপথেই ক্রিকেটকে অনির্দিষ্টকালের জন্য বিদায় জানিয়েছেন ম্যাক্সওয়েল। ক্রিকেটকে সাময়িকভাবে বিদায় দেওয়ার পর র‍্যাংকিংয়ের শীর্ষস্থান হারাতে হলো তাকে। ৩৩৯ রেটিং পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠে এসেছেন নবী। ৩৩৩ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ম্যাক্সওয়েল। ২৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন স্কটল্যান্ডের রিচার্ড বেরিংটন। চতুর্থ স্থানে আছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ, তার রেটিং পয়েন্ট ২২৫।

    বাংলাদেশ-ভারত, অস্ট্রেলিয়া-পাকিস্তান ও ইংল্যান্ড-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের প্রভাবও পড়েছে প্রকাশিত নতুন র‍্যাংকিংয়ে। ইংল্যান্ডের ডেভিড মালানের সিরিজটা কেটেছে দারুণ। তিনি উঠে এসেছেন ব্যাটসম্যানদের তালিকার তৃতীয় স্থানে। দুই ধাপ এগিয়ে অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ আছেন দ্বিতীয় স্থানে। শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের বাবর আজম। 

    গতকাল ভারতের বিপক্ষে মোহাম্মদ নাইম খেলেছিলেন ৮১ রানের দুর্দান্ত এক ইনিংস। তিন ম্যাচে ১৪৩ রান করার সুবাদে র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন তিনিও। ইংল্যান্ডের জনি বেইরস্টোর সাথে যৌথভাবে ৩৮ তম অবস্থানে আছেন নাইম। 

    ৭ রানে ছয় উইকেট নিয়ে গতকাল ইতিহাস গড়েছিলেন ভারতের দীপক চাহার। এতে র‍্যাংকিংয়েও অনেক ধাপ এগিয়েছেন এই পেসার। ৮৮ ধাপ এগিয়েছেন ৪২ তম অবস্থানে আছেন তিনি। শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের রশিদ খান।